Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কড়া নিরাপত্তায় মুড়ে বুথে সলমন

কড়া নিরাপত্তায় মুড়ে বুথে সলমন

Published on: Published on 2024-11-20 06:51 PM

Share on:

কখনও ২ কোটি, কখনও ৫ কোটি চেয়ে লাগাতার খুনের হুমকি সলমন খানকে। তবে প্রাণনাশের হুমকি এলেও দমে যায়নি ভাইজান। বরং সেদিকে কোনও ভ্রুক্ষেপও নেই বলিউড সুপারস্টারের। এমতাবস্থাতেও কর্তব্যে অবিচল সলমন। জারি রেখেছেন কাজ। বিগ বস-এর শুটিং হোক বা সিকন্দর, সর্বত্র দাবাং মেজাজে ভাইজান। বুধবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের দিনও কড়া নিরাপত্তায় মুড়ে পোলিং বুথে এলেন সলমন খান।খুনের হুমকির তোয়াক্কা না করেই নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে দায়িত্ববাণ নাগরিকের মতো পৌঁছে গেলেন বান্দ্রা পশ্চিমের মাউন্ট মেরি হাইস্কুলের বুথে। পরনে ধূসর রঙের টিশার্ট। ডেনিম জিনস। মাথায় কালো টুপি। সলমনকে দেখা গেল চিরাচরিত দাবাং মেজাজে। এদিনে দুপুরেই বাবা সেলিম খান, ভাই আরবাজ খানরা ভোট দিয়েছেন। তবে ভাইজানকে পরিবারের সঙ্গে দেখা যায়নি। চুলবুল পাণ্ডে এলেন একাই। আর সলমনকে দেখে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ কেন্দ্রে জনঅরণ্য। প্রিয় সুপারস্টারের সঙ্গে সেলফি তোলার আবদার করেন অনেকে। খুনের হুমকির পর থেকেই ভাইজান Y ক্যাটাগরির নিপাপত্তাবেষ্টনীতে থাকেন। অতঃপর সেই নিরাপত্তা বলয় ভেঙে তাঁর সামনে ঘেঁষা কারও পক্ষেই সম্ভব নয়! তবে ভোটের দিন দেখা গেল বিরল চিত্র। ছবি তুলে অনুরাগীদের আবদার মেটালেন তিনি।প্রসঙ্গত, মাসখানেক ধরেই নতুন করে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। কেন? সালটা ১৯৯৮। সেই সময়ে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সলমন খান। বলিউড সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দু দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নজর সলমনের দিকে। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। চলতি বছর থেকে সেই উপদ্রব আরও বেড়েছে বই কমেনি! মাসখানেক আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো। বিদেশে সলমনের বন্ধ-গায়কের বাড়িতে হামলা, তার পর গত সপ্তাহে সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং। দুবাই থেকে ২ কোটি টাকা খরচ করে বুলেট প্রুফ গাড়িও আনিয়েছেন ভাইজান। এদিন সেই গাড়িতে করেই বান্দ্রার ভোটগ্রহণ কেন্দ্রে দেখা গেল সলমন খানকে।

TOP RELATED