Last Update
কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির গ্রেপ্তার
ডিজি রাজীব কুমারের জেলা সফরের মাঝে তৃণমূল কর্মী খুনের তদন্তে একধাপ এগোল জেলা পুলিশ। শুক্রবার কালিয়াচকের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে জাকির শেখকে গ্রেপ্তার করা হল। এর আগে জাকির ঘনিষ্ঠ হামজাকে জালে এনেছিল পুলিশ। তাকে লাগাতার জেরা করে জাকির শেখের সন্ধান মেলে। ঘটনার তিনদিন পর অবশেষে তাকেও গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, কালিয়াচকের তৃণমূল নেতা বকুল শেখকে টার্গেট করে হত্যার মূল ষড়যন্ত্রকারী সে-ই। সেদিন বরাতজোরে যদিও বকুল শেখ রক্ষা পান। শুটআউটে খুন হয়ে যান বকুলের সঙ্গী হাসা শেখ।মালদায় খুন তৃণমূল কর্মী। ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত জাকির শেখ। তৃণমূল কর্মী খুনের ৩ দিনের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে।
TOP RELATED