Last Update
দিল্লিতে গ্রেপ্তার মালদহের যুবক
৫০০ টাকার ১৯০টি জালনোট-সহ দিল্লিতে গ্রেপ্তার মালদহের যুবক। সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে মালদহে পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করে। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি দেশে ফের জালনোট কারবারিদের দাপট বেড়েছে?জানা গিয়েছে, ধৃত যুবকের নাম কাউসর আলি। গ্রেপ্তারের সময়ে তার থেকে ৯৫০০০ হাজার টাকা জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত ব্যক্তি জাল নোটের ব্যবসার কথা স্বীকার করছে। আরও জানা গিয়েছে, কিছু সমাজ বিরোধীদের সংস্পর্শে এসে জাল নোট ব্যবসা করতে থাকে কাউসর।বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে জাল নোট ধরা পড়ায় উদ্বেগ বাড়ছে। কারণ, ভারতের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ছে। এই আবহে ভারত-বাংলাদশ সীমান্তের শহর মালদহের যুবক জাল নোট নিয়ে রাজধানীতে গ্রেপ্তারির ঘটনা যথেষ্ট সন্দেহের বিষয়। প্রশ্ন জাগছে, ওপার বাংলা থেকে জাল নোট কি ভারতে ঢুকছে? পিছনে হাত কি আইএসআইয়ের? কারণ, যে-কোনও দেশের বাজারে জাল নোট ছড়িয়ে দিলে সে দেশের অর্থনীতিকে দুর্বল করা যায় বলেই মত অর্থনীতিবিদদের। সেই চেষ্টাই কি করা হচ্ছে? পাকিস্তান-বাংলাদেশ থেকে জাল নোট কলকাতা হয়ে কি দেশে জাল নোট ছড়িয়ে পড়ছে? এই গ্রেপ্তারির পর উঠছে সেই প্রশ্নও।
TOP RELATED