Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মুখ্যমন্ত্রীর ‘উত্তম স্মরণ’, ‘মহানায়ক’ সম্মান পেলেন কারা?

মুখ্যমন্ত্রীর ‘উত্তম স্মরণ’, ‘মহানায়ক’ সম্মান পেলেন কারা?

Published on: Published on 2024-07-25 09:09 AM

Share on:

মৃত্যুর ৪৪ বছর পরও আজও বাংলা ছবি মানেই উত্তম কুমার। প্রজন্মের পর প্রজন্ম মহানায়ক বলতে উত্তমকেই জানেন, একমাত্র উত্তমকেই চেনেন। তাই তো ২৪ জুলাই এখনও বাঙালির নস্ট্যালজিয়ায় ধরা পড়ে সেই ভুবন ভোলানো হাসি। সেই ম্যানারিজম। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তম স্মরণেও সেই একই কথা যেন উঠে এল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”খুব ছোটবেলায় মায়ের সঙ্গে উত্তম কুমারের সিনেমা দেখেছি। তাঁর ছবির গান শুনেছি। আমাদের সবার হৃদয়ে রয়েছেন তিনি। বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার।”

এদিন মুখ্যমন্ত্রী জানান, ২০২৩ সাল পর্যন্ত ২৩ জন অভিনেতা, অভিনেত্রীকে মহানায়ক সম্মান জানিয়েছি। ১৪১ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান জানিয়েছি। ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। ২১ জনকে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মান দেওয়া হয়েছে।
চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান বিভাগে পুরস্কৃত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিশেষ চলচ্চিত্র সম্মানে ভূষিত অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। মহানায়ক সম্মান পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং নচিকেতা চক্রবর্তী।
রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে অভিনেতা অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হবে মহানায়ক সম্মান । গত বছর একই দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে মহানায়ক সম্মান পেয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা।

TOP RELATED