Last Update
শুভেচ্ছার ছলে শাহকে খোঁচা মমতার
ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। এবার তাঁর বাবা অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘শুভেচ্ছা’ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আপনার ছেলে রাজনীতিবিদ হয়নি। কিন্তু তার থেকেও আরও গুরুত্বপূর্ণ পদে বসেছে।’ ওয়াকিবহাল মহলের অধিকাংশের মতে, জয় শাহকে শুভেচ্ছা জানানোর ছলে আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বিদেয় করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ পুরোপুরি আধিপত্য স্থাপন করেছেন। তাঁর উদ্দেশ্য ও বিধেয় অনেকেই আন্দাজ করতে পারছিলেন। শেষমেশ দেখা গেল, হয়েছেও তাই। দুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি-র চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। খুব স্বাভাবিক ভাবে তা নিয়ে সমাজ মাধ্যমে ও রাজনৈতিক পরিসরে বেশ আলোচনা শুরু হয়েছে। এদিন তা নিয়েই এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে মমতা লিখেছেন, “অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।” মমতার কথায়, “আপনার ছেলে রাজনীতিক হননি, তবে তিনি আইসিসি-র চেয়ারম্যান হয়েছেন—যে পদ অনেক রাজনীতিকের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ । আপনার ছেলে সত্যিই খুব খুব ক্ষমতাশালী হয়ে উঠেছেন, এবং তাঁর এই সাফল্য ও উচ্চতালাভের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি”।
পর্যবেক্ষকদের অনেকের মতে, অনেকেরই ধারণা হল, অমিত শাহ তাঁর রাজনৈতিক প্রভাবকে কাজে জয় শাহকে ক্রিকেট বোর্ডের সচিব করেছিলেন। নইলে যে ছেলের সঙ্গে কোনওদিনও ক্রিকেটের উল্লেখযোগ্য সম্পর্ক ছিল না, সেই তিনি ভারতীয় ক্রিকেটে এত উঁচু পদ হঠাৎ করে দখল করে ফেললেন কীভাবে? সৌরভকে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সরানোও অনেকটাই কৌশলগত বলেও একাংশের ধারণা রয়েছে।
বস্তুত পরিবারতন্ত্র নিয়ে প্রায়ই বিজেপি খোঁচা দেয় তৃণমূল কংগ্রেসকে। এদিন তারই পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রের যে কোনও মন্ত্রীর পদের তুলনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে বোর্ডের হাতে যে বাজেট রয়েছে তা বহু সরকারি দফতরের হাতে থাকে না। সেই পরিসরে জয় শাহর উত্থান কীভাবে হয়েছে, তাও বহু মানুষের কাছে পরিষ্কার। তাই মমতাও এদিন রাজনৈতিক ভাবেই খোঁচাটা দিতে চেয়েছেন। সন্দেহ নেই মমতা এভাবে মুখ খোলার পর আরও অনেকে এ বিষয়ে সরব হবেন।
TOP RELATED