Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

‘দানব দস্যু, কচি হোম মিনিস্টার’, নাম না নিয়ে নিশীথকে তোপ তৃণমূল সুপ্রিমোর

‘দানব দস্যু, কচি হোম মিনিস্টার’, নাম না নিয়ে নিশীথকে তোপ  তৃণমূল সুপ্রিমোর

Published on: Published on 2024-04-12 05:35 PM

Share on:

কোচবিহার: শুক্রবার ১২ এপ্রিল কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ও একই সঙ্গে নাম না করে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও আক্রমণ করেন তিনি।

এ দিন প্রথমে জগদীশ বাসুনিয়াকে ডেকে তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,“আমাদের বাসুনিয়া সাহেব নিপাট ভদ্রলোক।” এরপরই নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন নিশীথকে। বলেন, “বিজেপি প্রার্থী দিয়েছে কাকে? দানব দস্যু। কত কেস আছে তার বিরুদ্ধে। বিএসএফ, পুলিশের একাংশ, আর চোরা কারবারিদের সঙ্গে সম্পর্ক রেখে বোমাবাদজি করেন।” বিজেপি প্রার্থী নিশীথের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ জানিয়ে মমতা বলেন,“শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিল। এর মদতে গরুপাচার,আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তিনি যে কচি হোম মিনিস্টার।”

মুখ্যমন্ত্রী সেখানে মঞ্চে উপস্থিত উদয়ন গুহর দিকে তাকিয়ে তিনি বলেন, “বি কুল। ও (নাম না করে নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে) তোমাকে গন্ডগোলে ফেলে ভোট বিএসএফ-কে দিয়ে করিয়ে নেবে। ভুলেও সেটা করো না” বস্তুত, কোচবিহারে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। দু’জনই বরাবর দু’জনকে আক্রমণ করেন বিভিন্ন ইস্যু। কয়েকদিন আগেই দিনহাটায় দুই মন্ত্রী খোলা রাস্তায় জড়িয়ে পড়েন বাক-বিতন্ডায়। পাশাপাশি তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে মারামারি-হাতাহাতি পর্যন্ত চলে। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি ঠান্ডা হয়।

জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা ,“বড় হোম মিনিস্টার আবার কী বলেছেন? তিনি বুনিয়াদপুরকে বলেছেন, বেলুরঘাট। নামটাও জানে না। বালুরঘাট বলুন অন্তত। বেলুরঘাট গিয়ে কী বলেছেন? উল্টে ঝুলিয়ে রেখে দেব? এই কথা বলা শোভা পায়? কাকে ঝোলাবেন? এতটা সোজা খেলা নয়। নিজেদের দেখুন প্রথমে।” এরপর বিজেপিকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, “তৃণমূল কে বলছে চোর। এরা ডাকাত। দেশ বেচেছে। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল।”

TOP RELATED