Last Update
মূল্যবৃদ্ধি নিয়ে ফুঁসে উঠলেন মমতা
উর্ধ্বমুখী বাজার দর। ব্যাগ ভরে সবজি কিনে বাড়ি ফিরতে কার্যত নাভিশ্বাস উঠছে আমবাঙালির। এই পরিস্থিতি মূল্যবৃদ্ধি নিয়ে ফুঁসে উঠলেন মুখ্য়মন্ত্রী। প্রশ্ন তুললেন, কেন তাঁকে না জানিয়ে ভিনরাজ্যে রপ্তানি করা হচ্ছে আলু। নিশানা করলেন পুলিশ কর্মীদের একাংশকে।বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একাধিক ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সুর চড়ান আলু, পেঁয়াজ-সহ সমস্ত সবজির দাম বৃদ্ধি নিয়ে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স নজরদারি চালানো সত্ত্বেও ফড়েদের দাপট নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, “আমি এক পয়সাও নিই। তাহলে অন্যরা নিলে ছাড় পাবে কেন? আমার টাকার দরকার নেই। আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব।”এর পরই মমতা প্রশ্ন করেন, বাংলার মানুষকে বিপদে ফেলে আলু বাইরে পাঠানোর সাহস হচ্ছে কীভাবে? তাঁর কথায়, “আমি তো বলেছিলাম, আলু অতিরিক্ত হলে আইসিডিএস, মিড ডে মিলে নেব। তার পরও কেন রপ্তানি?” অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর কথায়, একশ্রেণির পুলিশ কর্মীরা চেষ্টায় খামতি রাখছেন না। অন্যশ্রেণির কর্মীরা নিজেদের স্বার্থ দেখছেন।
TOP RELATED