Last Update
অভিষেককে তো খুন করতে গিয়েছিলি: নাম না নিয়েই এবার মমতার নিশানাই শুভেন্দু
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দাঁড়িয়ে প্রচারসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিল থেকে জঙ্গি নিশানায় অভিষেক, বীরভূমের সভা থেকে সব ইস্যুতেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছিলেন, “সোমবার বোমা ফাটবে।” পরবর্তীতে সোমবার অর্থাৎ গতকাল একসঙ্গে বাতিল হয়েছে ২০১৬ সালের প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি। দুইয়ের মধ্যে যোগ রয়েছে বলেই দাবি তৃণমূলের। এদিন মুখ্যমন্ত্রীর মুখে সেই বোমা প্রসঙ্গ উঠে আসে। বন্দ্যোপাধ্যায়ের কথায়, “বিজেপির এক নেতা বলছেন, বোমা ফাটাবো। তার পর এই রায়।” এর পরই যোগ করেন, “আরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে!”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর জঙ্গি নিশানা নিয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি। ধরে ফেলেছি আমরা।” প্রসঙ্গত, সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেছিলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। তিনিই তখন বিস্ফোরক তথ্য দেন। জানান, জঙ্গি নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি, অফিস রেইকি করেন ২৬ /১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শাগরেদ রাজারাম রেগে। যদিও ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।
মমতা আরও বলেন, “তার (অভিষেকের) বাড়ি পর্যন্ত রেইকি করেছে। ফেসটাইমে ফোন করেছিল। বলেছে, আপকা সাথ বাত করনা চাহতে হ্যায়। দেখা করলেই গুলি করে দিত।’’ মমতার কথায়, ‘‘ওদের (বিজেপির) বিরুদ্ধে যারাই লড়াই করবে, হয় তাদের জেলে ঢোকাবে, না হয় খুন করবে।’’
TOP RELATED