Last Update
চোপড়ার ঘটনার তীব্র নিন্দা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
বাংলায় মহিলাদের মর্যাদা এককথায় মাটিতে মিশে গিয়েছে! গোটা রাজ্য জুড়ে তালিবানী শাসন চালাচ্ছে তৃণমূল! চোপড়ার যুগলকে মারধরের ঘটনায় এভাবেই একরাশ ক্ষোভ প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মানিসক সাহা লেখেন, 'আজ বাংলায় নারীদের মর্যাদা সম্পূর্ণ হারিয়ে গিয়েছে।
তালিবানী রাজ চলছে তৃণমূল সরকারের অধীনে।
সে রাজ্যের প্রতিটা অঞ্চল সন্দেশখালিতে পরিণত হয়েছে'. একই সঙ্গে তাঁর আরও সংযোজযন, একজন নারীকে যেভাবে নির্যাতন করেছেন এক তৃণমূল নেতা তা অত্যন্ত নিন্দনীয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা! সেখানে এমন হয় কীকরে? প্রশ্ন মানিক সাহার।
পাশাপাশি এদিন তিনি চোপড়ার ঘটনার নিন্দা করে অভিযুক্তর কঠোর শাস্তির দাবিও করেছেন। পাশাপাশি এবিষয়ে বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, বাংলার সাধারণ মানুষ, বিশেষত মহিলাদের ওপর এরকম অত্যাচার বাংলায় প্রায় প্রতিদিনই ঘটে চলেছে।
এমন ঘটনা বিশ্বের আর কোথাও হয়না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তৃণমূল নেতা যখন এক মহিলার ওপর প্রকাশ্যে নির্যাতন করছিলেন তখন কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ বলেও অভিযোগ করেন নব্যেন্দু।
উল্লেখ্য, রবিবার চোপড়ায় এক তৃণমূল নেতার হাতে এক তরুণী এবং তরুণের নিগ্রহের ভিডিয়ো প্রকাশ্যে আসে। ভিডিয়োয় দেখা যায়, কঞ্চির ছড়া দিয়ে এক তরুণীকে এলোপাথাড়ি মারছেন স্থানীয় তৃণমূল নেতা তাজেমুল ইসলাম ওরফে জেসিবি। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
ভিডিয়োটি স্যোশাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেসিবি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত। তারপর ভিডিওটি নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। বিজেপির অফিশিয়াল পেজ থেকেও ভিডিওটি পোস্ট করা হয়।
এরপর এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন প্রায় সব বিজেপি নেতৃত্ব। আর সেই মতোই এ হেন ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীও। যদিও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জেসিবিকে। এরপর সোমবার তাঁকে তোলা হয় আদালতে।
TOP RELATED