Last Update
আধ ঘন্টার মধ্যেই ওঁর বাড়িতে যাচ্ছি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
পিস হেভেনে রাখা হবে সদ্য প্রয়াত রাজ্য প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি পিস হেভেনে ওনার দেহ নিয়ে যাওয়ার আগেই ওনার বাড়িতে যাব। আর আধ ঘন্টার মধ্যেই আমি যাচ্ছি। আমাদের সরকারের পক্ষ থেকে যা করার করা হবে। আজ খুব খারাপ লাগছে।
মুখটা বারবার সামনে ভেসে আসছে। পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় আমরা ওনাকে শেষ বিদায় জানাবো বলে ঠিক করেছি।’
TOP RELATED