Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

সুন্দরী মহিলাদের সামনে রেখে টিভি-ফ্রিজ-ওয়াশিং মেশিন লুট!

সুন্দরী মহিলাদের সামনে রেখে টিভি-ফ্রিজ-ওয়াশিং মেশিন লুট!

Published on: Published on 2024-12-07 07:37 PM

Share on:

অভিনব কায়দায় প্রতারণা করে শ্রীঘরে যুবক! কলকাতার তরুণীদের মডেলিংয়ের প্রস্তাব দিয়ে, তাদের সামনে রেখে দোকান থেকে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন লুট। ১৫ দিন ধরে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হয়নি। অবশেষে শনিবার সকালে তমলুকের বাড়ি থেকে গ্রেপ্তার অভিযুক্ত।ধৃতের রাজু রাউল। তমলুক থানার অন্তর্গত শ্রীরামপুর এলাকার বাসিন্দা। বাবা নারায়ণচন্দ্র রাউল। পেশায় মাছের ব্যবসায়ী। উচ্চ মাধ্যমিক পাশের পর খড়্গপুরের একটি রেস্তরাঁয় কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন রাজু। এর মাঝেই রীতিমতো সিনেমার কায়দায় দোকান লুট করেছিলেন তিনি। জানা গিয়েছে, একটি বহুজাতিক সংস্থার সোনার দোকানের ফটোশুট হবে বলে গত নভেম্বর থেকেই প্রচার শুরু করেছিলেন রাজু। নিজেকে মার্কেটিং ডাইরেক্টর পরিচয় দিয়ে শহরের সুন্দরী মহিলা ও যুবকদের মডেলিংয়ের টোপ দেয়। সেই মতো তমলুকে এসে উপস্থিত হয়েছিলেন বেহালার কয়েকজন মহিলা। ঝাঁ চকচকে হোটেলে থাকা খাওয়ারও ব্যবস্থা করেছিল অভিযুক্ত ওই যুবক। চলতি মাসের ১৮ তারিখ থেকে শহরের ওই নামী হোটেলে একটি বহুজাতিক সোনার দোকানের ফটোশুট হবে বলে জানিয়ে প্রায় দেড় লক্ষ টাকার বৈদ্যুতিন সামগ্রী বরাতও দিয়েছিলেন রাজু। তবে সব ক্ষেত্রেই অবশ্য আসল পরিচয় গোপন রেখে নিজেকে অভিষেক চক্রবর্তী বলেই পরিচয় দিয়েছিলেন রাজু। গত ২৪ নভেম্বর পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন কটি ইলেকট্রনিক্স দোকানের পাঁচটি ফ্রিজ, একটি ওয়াশিং মেশিন, দুটি ফ্যান এবং একটি এলইডি টিভি সহ একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য ক্রেতা সেজে পৌঁছয়। শহরের ওই অভিজাত হোটেলে পাঠানোর কথা বলে ওই দোকানেই কলকাতার সুন্দরী মহিলাদের সামগ্রীগুলি পছন্দ করার নামে বসিয়ে রেখে নিজেই একটি টোটোয় ওয়াশিং মেশিন, এলইডি টিভি ও দুটি দামি ফ্যান তুলে উধাও হয়ে গিয়েছিলেন।১৫ দিন ধরে খোঁজাখুঁজির পর শনিবার ভোররাতে ধরা পড়েন রাজু। শুক্রবার রাতভর অভিযুক্ত যুবকের পিছু ধাওয়া করে দুই মেদিনীপুরে একযোগে তল্লাশি চালানো হয়। রাতভর আস্তানা বদলে পুলিশের চোখে ধুলো দিয়ে এদিন ভোররাতে তমলুকের শ্রীরামপুরের বাড়িতে ফিরে আসেন রাজু। সেই খবর পেয়ে এদিন সাতসকালে লেপের তলায় মুড়ি দেওয়া অবস্থায় বিছানা থেকে গ্রেপ্তার হয় ঘুমন্ত রাজু।নিজের কুকর্মের কথা রাজু স্বীকার করে নিয়েছে বলে দাবি পুলিশের। এ বিষয়ে তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ জানিয়েছেন, “অভিনব কায়দায় এমন প্রতারণার ঘটনা তমলুকে প্রায় বিরল। ফলে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই দিকটিও বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে প্রতারণার ঘটনায় উধাও হওয়া সামগ্রীগুলিরও সন্ধানে তল্লাশি চলছে।” অভিযুক্তকে আদালতে তুললে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন

TOP RELATED