Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

Kolkata Police: ইনস্টাগ্রামে ‘মহিলা’ বেশে নাবালিকাকে ব্ল্যাকমেলিং! জমা পড়ল চার্জশিট!

Kolkata Police: ইনস্টাগ্রামে ‘মহিলা’ বেশে নাবালিকাকে ব্ল্যাকমেলিং! জমা পড়ল চার্জশিট!

Published on: Published on 2024-04-16 12:30 AM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ইনস্টাগ্রামে আসল পরিচয় গোপন করে নাবালিকাকে ব্ল্যাকমেলিং। আসলে পুরুষ, কিন্তু সেজেছিলেন মহিলা! কিন্তু শেষরক্ষা হল না! নাবালিকাকে ব্ল্যাকমেইল করতে গিয়ে ধরা পড়ল যুবক। দোষীকে ৪ বছরের কারাদন্ড দিল আদালত। সঙ্গে ৬ লক্ষ টাকা জরিমানাও।


১৫ এপ্রিল এক্স হ্যান্ডেল পোস্টে কলকাতা পুলিশ জানিয়েছে, মেয়েটি অষ্টম শ্রেণির ছাত্রী। বাড়ি, কালিম্পং-এ। ২০২২ সালে ইনস্টাগ্রামে মেয়েটির আলাপ হয় এক মহিলার সঙ্গে। মহিলার ইনস্টাগ্রাম প্রোফাইল জানাচ্ছিল, তিনি সুইডেনের নাগরিক। নাবালিকার সঙ্গে এই মহিলার আলাপ ক্রমে গভীর হয়। নিজের কিছু ব্যক্তিগত ছবি ওই মহিলার সঙ্গে শেয়ার করে নাবালিকা। কিন্তু কিছুদিন পরে হঠাৎই ওই মহিলা জানান, তিনি আদৌ মহিলা নন।

তিনি আসলে পুরুষ। সুইডেননিবাসী তাঁর এক ঘনিষ্ঠ বান্ধবীর থেকে তাঁর ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিছুদিন ধরে ব্যবহার করছেন সে। একথা জানার পর নাবালিকা মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারপর ওই অ্য়াকাউন্ট থেকে শুরু হয় ব্ল্যাকমেলিং। হুমকি দেওয়া হয়, টাকা না দিলে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, ইনস্টাগ্রামে আইডিটি ব্লক করে দিয়েও রেহাই মিলছিল না। একাধিক আইডি থেকে চলছিল ব্ল্যাকমেলিং। শেষে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা।

এদিকে অভিযোগ পাওয়ার সাথে সাথে তৎপর হয় কলকাতা পুলিশ। স্রেফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, পকসো-সহ একাধিক ধারা মামলায় রুজু করাই নয়, অভিযুক্তকে চিহ্নিতও করে ফেলেন কালিম্পং সাইবার থানার আইসি রাজকুমার মালাকার। অভিযুক্তর নাম, অশ্বিনী চতুর্বেদি। ছত্তীসগড়ের দুর্গ জেলার বাসিন্দা সে। ছত্তীসগড় থেকে অশ্বিনীকে গ্রেফতার করে আনেন রাজকুমার ও তাঁর সহকর্মীরা এবং দ্রুত জমা পড়ে চার্জশিটও।

TOP RELATED