Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

৩ মাস ধরে নাবালিকাকে লাগাতার ধর্ষণ

৩ মাস ধরে নাবালিকাকে লাগাতার ধর্ষণ

Published on: Published on 2024-12-11 08:09 PM

Share on:

বছর তেরোর নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে দোষী সৎ বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। দোষী বছর পঁয়তাল্লিশের টুনটুনি সর্দার নিউটাউন থানা এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের শুরুতে মৃত্যু হয় নির্যাতিতার মায়ের। তারপর থেকে সৎ বাবার কাছেই থাকছিল বছর তেরোর নাবালিকা।অভিযোগ, মায়ের মৃত্যুর কয়েকমাস পর অসহায়তার সুযোগ নিয়ে প্রায় তিনমাস ধরে সৎ মেয়েকে ধর্ষণ করেছিল টুনটুনি। ভয়ে, লজ্জায় ও মা না থাকায় কাউকেই সেকথা বলতে সাহস পায়নি নাবালিকা। কিন্তু ক্রমেই নির্যাতন বেড়ে চলে। শেষে বাধ্য হয়ে গত ২০২১ সালের ১৭ অক্টোবর সন্ধেয় নির্যাতিতা স্থানীয় ক্লাবে গিয়ে সৎ বাবার কুকীর্তির কথা জানায়। এরপরই ক্লাবের সদস্যরা প্রতিবেশী মহিলাদের সঙ্গে নির্যাতিতার কথা বলানোর ব্যবস্থা করেন। পুরো বিষয়টি জানার পর নিউটাউন থানায় অভিযোগ জানানো হয়। পরের দিন ১৮ অক্টোবর অভিযুক্ত সৎ বাবা টুনটুনি সর্দারকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ।প্রায় তিন বছর দুমাস ধরে বারাসত আদালতে এই মামলা চলে। মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। বুধবার তার সাজা ঘোষণা করেন বিচারক। এই প্রসঙ্গে এই মামলার সরকারি আইনজীবী গৌতম সরকার বলেন, “১৪জন সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়ার শেষে দোষীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড-সহ ৫০হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী, দোষীকে ক্ষতিপূরণ দিতে হবে। ৫০হাজার টাকা-সহ সরকারি নিয়মানুযায়ী আর্থিক সাহায্য় নির্যাতিতা পাবে।”

TOP RELATED