Last Update
নতুন রূপের মনুকে দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন
১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন মনু ভাকেরের নামের পাশে। আপাতত সেই অভিযান শেষে বিশ্রামের মুডে আছেন তিনি। সম্প্রতি গিয়েছিলেন অমিতাভ বচ্চনের ‘কৌন বানেগা ক্রোড়পতি’-তে। সেখানে প্রশংসা পেলেন বিগ বি-র থেকেও।প্যারিসে পদকজয়ের পরই জনপ্রিয়তা তুঙ্গে মনুর। শুধু শুটিং স্টাইল নয়, চর্চা হচ্ছে তাঁর রূপ নিয়েও। অলিম্পিকের সময় যেরকম সাদামাটাভাবে পদক এনে দিয়েছেন দেশকে, তেমনই সম্প্রতি ভাইরাল হয়েছে মনুর শাড়ি পরা লুকও। সেখানে যেন নতুন রূপে ধরা দিয়েছেন অলিম্পিক তারকা। গুণমুগ্ধ অসংখ্য ভক্ত প্রশংসা করছেন তাঁর স্টাইল স্টেটমেন্টের। সেই তালিকায় এবার নাম উঠল বিগ বি-রও।‘কৌন বানেগা ক্রোড়পতি’-র মঞ্চে মনুর সঙ্গে উপস্থিত আমন শেহরাওয়াতও। সেখানে মনুকে দেখে যেন কিছুটা স্তম্ভিতই হয়ে যান বচ্চন। তিনি বলেন, “অলিম্পিকের সময় তো আপনার চুল এলোমেলো থাকত। এখন এরকম চুল বাঁধা দেখে আমি ভাবলাম, ইনিই কি মনু?” উত্তরে মনুও জানান, এভাবে চুল বাঁধা বা মেক-আপ করা তাঁরও অভ্যাস করা নয়।যদিও তাতে ‘আপত্তি’ রয়েছে বচ্চনের। তিনি বলেন, “এটাই ভালো, আপনার সুন্দর মুখ তাতে আরও ভালো করে দেখা যায়।” ‘শাহেনশা’র মুখে এই কথা শুনে যেন কিছুটা লজ্জা পান মনু। কিন্তু এই কথা শুনে হেসে ওঠেন দর্শকাসনে বসে থাকা মনুর মা। এই অনুষ্ঠানে অমিতাভের সিনেমার সংলাপ বলে সবাইকে চমকে দিয়েছিলেন মনু। সেখানে যে আরও অনেক গল্প উঠে আসতে পারে, সেই আশা রয়েছেন ভক্তরা।
TOP RELATED