Last Update
কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড
ফের কলকাতায় আগুন। শনিবার ভোরে ব্য়াঙ্কশাল কোর্টের পাশে গার্স্টিন প্লেসে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। অভিযোগ, খবর পাওয়ার প্রায় ৩০-৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শহরে একের পর এক অগ্নিকাণ্ড। পার্ক স্ট্রিট, কসবার শপিং মলের পর এবার গার্স্টিন প্লেসে আগুন। এ দিন ভোর ৪টে নাগাদ গার্স্টিন স্ট্রিটে, ব্যাঙ্কশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই ধোঁয়া ও পরে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে। ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল। বাড়ির উপরের তলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া গিয়েছে।
দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ। তবে শনিবার, ছুটির দিনে কীভাবে এসি চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
TOP RELATED