Last Update
CAA এর বিরোধিতায় পথ অবরোধ করে বিক্ষোভ মতুয়ম ভক্তদের
সিএএ এর বিরোধিতা করে বাগদার হেলেঞ্চাতে পথ অবরোধ মতুয়াদের । কয়েকদিন আগেই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছিল সিএএ লাগু হওয়ার বিষয়টি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবরার একটি প্রশাসনিক সভায় এসে তিনি দাবি করেছিলেন যদি কেউ সিএএ এর জন্য আবেদন করে তখনই সে দেশের নাগরিকত্ব হারাবে তবে দেশে সিএএ লাগু হবার পরে মতুয়াদের একাংশ খুশি হলেও সিএএ এর বিরোধিতা করে একাংশের মতুয়ারা পথেও নেমেছে । মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার বনগাঁ বাগদা সড়কের হেলেঞ্চাতে সিএএ মানছি না মানবো না লেখা ফ্লেক্স নিয়ে ডঙ্কা কাশি বাজিয়ে পথ অবরোধ করে মতুয়রা । অবরোধের জেরে ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বনগাঁ বাগদা সড়ক । আন্দোলনকারী মতুয়াদের দাবি আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম এই নাগরিকত্ব আমরা চাইনি। আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামার কথাও বলে এদিনের এই অবরোধ কর্মসূচি থেকে। পরবর্তীতে সাধারণ মানুষের অসুবিধা হওয়ায় অবরোধ তুলে নেয় মতুয়ারা।
TOP RELATED