Last Update
বেসিক স্যালারিই হবে 'এত' হাজার! নয়া প্ল্যানিং মোদি সরকারের
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছেন। আগামী ২৩ জুলাই ২০২৪ তারিখে পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পর এটাই প্রথম বাজেট পেশ হতে চলেছে।
বাজেটে এবার কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য আসছে খুশির খবর।
ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন কেন্দ্রের কর্মীরা। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেতে চলেছে বলে খবর। আসন্ন বাজেটে মোদি সরকার কেন্দ্রের কর্মীদের উপহার দিতে চলেছেন। তারপরে কেন্দ্রের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে।
সকল কর্মীদের বেসিক স্যালারি নির্ধারিত করে এই ফিটমেন্ট ফ্যাক্টর। বেসিক স্যালারি সহ ভাতা একত্রিত ভাবে যে টাকা দেওয়া হয় সেটাই দিয়েই হয় ফিটমেন্ট ফ্যাক্টর। ২০১৬ সালের শেষবার কেন্দ্রীয় সরকারের কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টার বেড়েছিল। ৬০০০ টাকা স্যালারি থেকে ১৮,০০০ হাজার টাকা স্যালারি করা হয়েছিল।
এবার ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২৬০০০ হওয়ার কথা রয়েছে। বলাই বাহুল্য বেসিক স্যালারি বাড়াতে পারে ৮ হাজার টাকা। বর্তমানে সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ। আগামী বাজেটে ৩.৬৮ গুণ বৃদ্ধি পেতে পারে বলে খবর। কেন্দ্রীয় সরকারের কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধির ফলে ৮ হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে।
পাশাপাশি মহার্ঘ ভাতা, হাউজ রেট অ্যালাউন্স বৃদ্ধি পাবে। বেসিক স্যালারি ১৮ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে যদি ২৬ হাজার টাকা করা হয় তাহলে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশের সমান হবে। অর্থাৎ বেসিক স্যালারি বৃদ্ধি পেলে মহার্ঘভাতা বৃদ্ধি পাবে।
TOP RELATED