Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বোঝালেন শামি

সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বোঝালেন শামি

Published on: Published on 2025-01-08 01:49 PM

Share on:

তিনি পুরোপুরি তৈরি। গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে যেন সেই বার্তাই দিলেন মহম্মদ শামি।২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শেষবার ভারতের জার্সিতে খেলেছেন শামি। তারপর চোট সারিয়ে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। কিন্তু জাতীয় দলের দরজা খোলেনি। বরং হাঁটু ফুলে যাওয়ার কারণে শামিকে এনসিএতে পাঠিয়ে দেওয়া হয়েছে রিহ্যাব করতে। শোনা যাচ্ছে, শামি নিজেও বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলা নিয়ে বিশেষ আগ্রহী ছিলেন না। ফলে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলার পর ফের এনসিএ-তে ফেরেন শামি। গোটা বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের তরফে কখনই স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। কেবল চতুর্থ টেস্টের আগে জানানো হয়, বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে পারবেন না শামি।এসবের মধ্যে অবশ্য সমানে ঘরোয়া ক্রিকেটে খেলে গিয়েছেন তিনি। তবু যেন তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটছে না। মঙ্গলবার সোশাল মিডিয়ায় ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন শামি। তাতে দেখা যাচ্ছে, পুরো দমে বল করছেন তিনি। বেশ ভালো গতিতে, নিয়ন্ত্রণের সঙ্গে। কোনও সমস্যা হচ্ছে না বাংলার পেসারের। ক্যাপশনে বঙ্গ পেসার বলছেন, “গতি, নিয়ন্ত্রণ ও আবেগের মিশেলে ক্রিকেটবিশ্বকে দেখাতে তৈরি।”এনসিএ সূত্রের খবর, শামি এখন পুরোপুরি ফিট। বল বা ফিল্ডিং করতে আর কোনও অসুবিধা হচ্ছে না তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ৩ ওয়ানডের সিরিজ ভারত খেলবে, সেই সিরিজে দলে ফেরা জরুরি। সেটাও ভালোই জানেন শামি। সেই সিরিজকেই আপাতত পাখির চোখ করছেন তিনি।

TOP RELATED