এক্সপ্রেস কলকাতা ডেস্ক : ইদের মরসুম মানেই বলিউডে একসময় সলমন খানের আবির্ভাব। ‘কিক’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’, ‘বজরঙ্গি ভাইজান’, যতবার ইদের বক্স অফিসে সলমন এসেছেন, ততবারই ছবি সুপার হিট। তার পরেই যেন সলমনের ভাগ্যে এল শনির দশা। ইদ ছেড়ে অন্য সময়ে ছবি মুক্তি পেলেই, সলমনের ভরাডুবি। যেখানে শাহরুখ খান এক বছরে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ এনে রাজত্ব করল, সেখানে সলমনের ‘টাইগার থ্রি’ তেমন ব্যবসা করতে পারেনি। তাই ভাগ্য ফেরাতে এবার ফের ইদকেই বেছে নিলেন সলমন।
চলতি বছরে ইদে অভিনেতার কোনও ছবি মুক্তি পায়নি। কিন্তু খুশির ইদে সলমন তাঁর অনুরাগীদের নিরাশ না করে দিলেন খুশির খবর। বৃহস্পতিবার ঘোষণা করলেন তাঁর নতুন ছবির নাম। সেই সঙ্গে ছবিতে তাঁর চরিত্রটি নিয়েও আভাস দিলেন।
ভাইজান জানালেন তাঁর নতুন ছবির নাম ‘সিকন্দর।’ ছবির পরিচালক এ আর মুরুগাদোস। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চলতি বছরে ইদে মুক্তি পেয়েছে দু’টি হিন্দি ছবি। সেই প্রসঙ্গে টেনে ছবির নাম ঘোষণা করে সমাজমাধ্যমে সলমন লেখেন, ‘‘এই ইদে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকন্দরের’ সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের ইদের শুভেচ্ছা।’’
সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সলমনকে দেখেছেন। ‘জুড়ুয়া’ থেকে শুরু করে ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছেন এই জুটি। অন্য দিকে ‘গজনি’ ছবিটি মুরুগাদসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। উল্লেখ্য মুরুগাদস সলমনের সাথে এই প্রথমবার জুটি বাঁধছেন। শোনা যাচ্ছে, ছবিতে সলমনের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনও অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। ছবিটি আগামী বছর ইদে মুক্তি পাবে।