Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কে থাকল দলে আর কে পড়ল বাদ?

কে থাকল দলে আর কে পড়ল বাদ?

Published on: Published on 2024-06-27 12:09 PM

Share on:

  বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের মেগা সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি ভারতীয় সময় ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায় হবে মেগা ম্যাচ। রোহিত শর্মা র জস বাটলারের দলের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ।


  ২০২২ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।


ফলে আরও একটি বদলার ম্যাচ ভারতের সামনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে নকআউট করেই ফাইনালের পথে পা বাড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।


  ২০২৪ টি-২০ বিশ্বকাপে গায়ানায় এখনও পর্যন্ত মোট ৫টি ম্যাচ হয়েছে। ব্যাটারদের স্বর্গরাজ্য গায়ানার পিচকে একেবারেই বলা যাবে না। প্রথম ইনিংসের গড় স্কোর হল ১৪৬। তিনটি খেলা প্রথম ব্যাট করা দল জিতেছে, আর দুটি দল তাড়া করে জিতেছে। পিচ মন্থর হওয়ায় টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। প্রথমে ব্যাটিং করাই সুবিধা এখানে।



সেমিফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। বিরাট কোহলির লাগাতার অফ ফর্ম, শিবম দুবে তেমন একটা নজর কাড়তে না পারা ও জাদেজাও নিজেকে মেলে ধরতে পারেননি এই টি-২০ বিশ্বকাপে। ফলে প্রথম একাদশে বদল হবে কি না তা নিয়ে জল্পনা একটা থেকেই যাচ্ছে।


এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল / শিবম দুবে, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা / যুজবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।


অপরদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আরও একবার ফাইনালের খুব কাছে। ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে। গত টি-২০ বিশ্বকাপের সেমিতে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ব্রিটিশরা। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাইছে জস বাটলারে দল।


এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার (উইকেটকিপার, অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রাশিদ, রিসি টপলে।

TOP RELATED