Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

সইফের উপর হামলায় মুম্বই পুলিশের জালে সন্দেহভাজন

সইফের উপর হামলায় মুম্বই পুলিশের জালে সন্দেহভাজন

Published on: Published on 2025-01-17 07:55 PM

Share on:

বৃহস্পতিবার দিনভর চিরুনি তল্লাশির পর অবশেষে শুক্রবার মুম্বই পুলিশের জালে সইফ আলি খানের উপর হামলা ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি। পতৌদিদের বাংলোর ৩৫টি সিসিটিভি ফুটেজ ঘাঁটার পর গতকালই আততায়ীর চেহারার হদিশ পেয়েছিল পুলিশ। মোবাইল নেটওয়ার্কের শেষ লোকেশনের সূত্র ধরেই বান্দ্রা স্টেশনে চিরুনি তল্লাশি চালায় মুম্বই পুলিশের একটি টিম। সেখানেই এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে পড়তেই আটক করা হয় তাকে। অন্যদিকে করিনা কাপুর খানেরও বয়ান রেকর্ড করেছে পুলিশ। বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর, আপাতত বান্দ্রা থানায় ওই সন্দেহভাজন ব্যক্তির ম্যারাথন জেরা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিনেতার উপর হামলা চালানোর পর বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই বা নালাসোপারার দিকে পালাতে চেয়েছিল ওই হামলাকারী। সেখান থেকে সে মুম্বই বা মহারাষ্ট্রের বাইরে অন্য কোথাও গা ঢাকা দেওয়ার ছক কষেছিল সে। সইফের হামলাকারীকে ধরার জন্য মোট ৩৫টি দল গঠন করে মুম্বই তথা মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কার্যত খানা তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জেরা চালাচ্ছে পুলিশ।
মুম্বই পুলিশের জনৈক কর্মকর্তাই এই খবরে সিলমোহর বসিয়েছেন।পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী সইফ-করিনার বাড়ির কোনও কর্মীর পূর্বপরিচিত। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরাযকে ফাঁকি দিয়ে বাড়িতে প্রবেশ করতে পেরেছে। জানা যাচ্ছে, ওই আক্রমণকারী নাকি বাড়ির নকশাও জানত। সম্ভবত পাশের একটি আবাসনের দেওয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য আপৎকালীন জানালা ব্যবহার করেছিল।

TOP RELATED