Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মদ্যপান করে ডিভাইডারে ধাক্কা, মৃত্যু দুজনের

মদ্যপান করে ডিভাইডারে ধাক্কা, মৃত্যু দুজনের

Published on: Published on 2024-04-12 08:03 PM

Share on:

মুর্শিদাবাদ : মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালিয়ে মৃত্যু দুই বাইক আরোহীর। মুর্শিদাবাদে সামশেরগঞ্জের বাসুদেবপুরে জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনাটি। জানা গিয়েছে, বাইকে মোট তিনজন আরোহী ছিলেন। আরেকজন গুরুতরভাবে জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝরাতে সামশেরগঞ্জের বাসুদেবপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান, তিনজন আরোহীই মদ্যপান করে ছিলেন। রাস্তা পারাপার করতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় ও ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে সুতির সাজুর মোড়ের দিক থেকে বাইকে করে সামশেরগঞ্জের বাসুদেবপুর হয়ে ডাকবাংলার দিকে যাচ্ছিলেন তিন যুবক। সে সময় বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁরা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই সুতির মহেসাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজনের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকদের নাম তন্ময় সরকার (১৯) এবং বিমান সরকার (২২)। উভয়ের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ফরিদপুর গ্রামে। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসাপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে। মধ্যরাতের দুর্ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

TOP RELATED