Last Update
প্রাক্তন স্ত্রীকে খোঁচা দিতে করলেন এই কাজও?
প্রাক্তনকে ভুলে, নতুন সূচনা করলেন নাগার্জুন পুত্র নাগা চৈতন্য। সামান্তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই তাঁর নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তাঁর সম্পর্ক যে নতুন মোড় নিচ্ছে তা মাঝেমধ্যেই উঠে আসছিল ছবি শিকারিদের ক্যামেরায়।
সকাল থেকেই তাঁদের বাগদানের খবরে তোলপাড় নেট পাড়া।
বেলা গড়াতেই ছেলের বাগদানে সিলমোহর দিলেন বাবা নাগার্জুন। সমাজ মাধ্যমের পাতায় ছেলে এবং বউমাকে নিয়ে পোস্ট করেছেন দক্ষিণী অভিনেতা। তিনি লিখেছেন, "আমরা আন্তরিকভাবে খুব সুখী, এবং ঘোষণা করছি যে আমাদের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে শোভিতার বাগদান সম্পূর্ণ হয়েছে, সকাল ৯:৪২ মিনিটে। আমরা খুব আনন্দিত শোভিতাকে আমাদের পরিবারের স্বাগত জানাতে পারে। সুখী দম্পতিকে অনেক শুভেচ্ছা। আশা করব ওদের সারাজীবন একসঙ্গে ভাল কাটবে। এক অপরিসীম ভালবাসার নতুন শুরু।"
সামনে এল জুটির বাগদানের ছবিও। এদিন মণীশ মালহোত্রার ডিজাইনে সেজেছিলেন তাঁরা। শোভিতার পরনে হালকা গোলাপি রঙয়ের শাড়ি, এবং নাগা চৈতন্যের পরনে সাদা রঙয়ের কুর্তা পাজামা। নব দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেটিজেনদের মন্তব্যে উঠে এসেছে সামান্থার নামও। তাঁদের মন্তব্য, একইদিনে সামান্থাকে প্রেম নিবেদন করেছিলেন চৈতন্য, সেইদিনই বেছে নিলেন জীবনের নতুন অধ্যায়ের শুরুতে। তাহলে কি প্রাক্তনকে একপ্রকার খোঁচা দিলেন তিনি? যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সামান্থা।
অন্যদিকে, বাগদানের আগেই প্রাক্তন স্ত্রী সামান্থার সঙ্গে পুরনো সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেললেন নাগা চৈতন্য। যদিও রয়ে গিয়েছে তাঁদের একসঙ্গে কাজের কিছু মুহূর্ত।
TOP RELATED