Last Update
রাহুল গান্ধীর বক্তব্যের কড়া সমালোচনা নরেন্দ্র মোদীর
লোকসভা অধিবেশনে নরেন্দ্র মোদী - রাহুল গান্ধী বাকযুদ্ধ দেখা গেল। হিন্দুত্বের প্রশ্নের শাসক - বিরোধী জোর চর্চা চলল ভবনে। রাহুল গান্ধী হিন্দুত্বের প্রসঙ্গে মন্তব্য করেন। আর সেই বক্তব্যকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতৃত্ব।
রাহুল গান্ধী হিন্দুদের অপমান করছেন। সেই কথাও জোরালোভাবে লোকসভা অধিবেশনে দাবি করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি এই বিষয়ে আসরে নামেন। রাহুল গান্ধী এভাবে হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না। সেই কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধী এদিন সংসদ ভবনে নিজের ভাষণ দিচ্ছিলেন। হিন্দুরা কখনওই হিংসা ছড়ায় না। যদিও বিজেপি গোটা দেশে হিংসা ও ঘৃণা ছড়িয়ে চলেছে। আরএসএস ও বিজেপি সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়। এই কথাও বলেন রাহুল। শাসক দলের পক্ষ থেকে তুমুল প্রতিবাদ, বিক্ষোভ দেখানো হয়। হুলুস্থুল লেগে যায় লোকসভা কক্ষে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বিজেপি সাংসদরা তীব্র বিক্ষোভ দেখান। বিরোধী দলনেতা রাহুল গান্ধী হিন্দুদের অপমান করেছেন। এই দাবি তোলেন বিজেপি সাংসদরা।
সংবিধানের একটি অনুলিপি এবং শিব, নবী মোহাম্মদ, যীশু খ্রিস্ট এবং গুরু নানক সিং সহ ধর্মীয় ব্যক্তিত্বের ছবি নিয়ে রাহুল গান্ধী বক্তব্য রাখেন। আরএসএসের উপরও আক্রমণ করেন। তারপরই এই ঘটনা দেখা যেতে থাকে।
সমগ্র হিন্দু সমাজকে হিংসাত্মক বলা একটি গুরুতর বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে প্রথমে এই কথা বলেন। সংবিধান তাঁকে বিরোধী দলনেতার পদকে সম্মান করতে শিখিয়েছে। সংবিধানকে বিপর্যস্ত করার চেষ্টা করছে বিজেপি। সেই অভিযোগ বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত রাহুল গান্ধীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। কোনও দলকে এভাবে দোষারোপ করা যায় না। বলেন তিনি।
TOP RELATED