Last Update
৮ বছরের বাচ্চা বরকে মনে ধরছে না নেহার?
তারকা মানেই তাঁদের ব্যক্তিগত জীবন সবসময় আসে উঠে লাইমলাইটে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল গায়িকা নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না। সম্প্রতি, অনেক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে যে নেহা এবং রোহানের মধ্যে আর মোটেও সব ঠিকঠাক নেই। দম্পতির বিবাহ বিচ্ছেদের গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
এবার অবশেষে নীরবতা ভাঙলেন নেহা কক্করের স্বামী রোহনপ্রীত সিং।
নেহা কক্করের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন রোহনপ্রীত সিং। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। চলুন দেখা যাক কী বললেন তিনি।
রোহনপ্রীত সিং ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'দেখুন, গুজব মানে গুজবই, সেগুলি সত্য নয়। এগুলো বানানো জিনিস। আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে... তবে এই জিনিসগুলি আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। আপনার এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত। ... অথবা আপনার শোনাও উচিত নয়।
সঙ্গে রোহনপ্রীত আরও যোগ করেন, 'আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই বলুক কথা লোকে আমাদের নিয়ে। মানুষের মনে তো আছি।' তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে কোনও সত্যতা নেই।
একবার কপিল শর্মার শো'তে এসে নেহা জানিয়েছিলেন, রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে মন থেকে তৈরি ছিলেন না রোহন। আবার ৩৩ বছরের নেহা এই বয়সে প্রেম করতে রাজি ছিলেন না। শুরুতেই তিনি বলে দিয়েছিলেন, 'এবার প্রেম সম্পর্ক নয়, আমি বিয়ে করব'। এরপর নাকি ব্রেক আপ হয়ে যায় 'নেহুপ্রীত'-এর। কিন্তু কয়েকদিনের ব্যাবধানেই রোহন বুঝতে পারেন নেহাকে ছাড়া তাঁর জীবন অচল। এরপর মদ্যপ অবস্থায় ফোন করে নেহাকে সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহনপ্রীত।
২০২১ সালের অগস্ট মাসে 'নেহু দা বিহা' মিউজিক ভিডিয়োর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন রোহন-নেহা। তবে হ্যাঁ, বিয়ের পর যেভাবে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তাঁরা প্রেমের রঙে, এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে। যা থেকেই হয়তোআলোচনার সূত্রপাত! নেহা শেষ দেখা গিয়েছে সুপারস্টার সিঙ্গারে বিচারক হিসেবে।
TOP RELATED