Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

এবার সাবস্ক্রিপশন প্ল্যানের দাম বাড়াল নেটফ্লিক্স

এবার সাবস্ক্রিপশন প্ল্যানের দাম বাড়াল নেটফ্লিক্স

Published on: Published on 2024-07-09 11:10 AM

Share on:

ওটিটি স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বিশ্বব্যাপী জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। মনোরঞ্জনের জন্য প্রচুর ইউজার চেয়ে থাকেন এই প্ল্যাটফর্মের দিকেই। তবে সম্প্রতি অ্যাড-ফ্রি স্ট্রিমিং প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই অ্যাপ। যার ফলে চিন্তা বেড়েছে ইউজারদের। নেটফ্লিক্স জানিয়েছে, এটি তাদের বিজনেস স্ট্র্যাটেজি প্ল্যানের অংশ।


বেশ কিছু দেশে অ্যাড-ফ্রি প্ল্যানও বন্ধ করে দিয়েছে এই সংস্থা। স্ট্রিমিং প্ল্যানগুলির মধ্যে অ্যাড-ফ্রি প্ল্যান বেশ জনপ্রিয়। কারণ এতে কোনও বিজ্ঞাপন ছাড়াই নির্বিঘ্নে সিনেমা ও ওয়েব-সিরিজ উপভোগ করা যায়। তবে এই অভিজ্ঞতা পাওয়ার জন্য এবার অতিরিক্ত গ্যাটের কড়ি খরচ করতে হবে ইউজারদের।


2023 সালে সস্তায় অ্যাড-ফ্রি প্ল্যান লঞ্চ করে নেটফ্লিক্স। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে নেটফ্লিক্স অ্যাড-ফ্রি সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ প্রতি মাসে 11.99 ডলার (ভারতীয় মুদ্রায় 1000 টাকা)। যা বাড়িয়ে করা হয়েছে 15.49 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 1,300 টাকা)। বিজ্ঞাপন ছাড়া নেটফ্লিক্স উপভোগ করতে চাইলে এই টাকা খরচ করতে হবে ইউজারদের।


এই পদক্ষেপ বহু ইউজারদের চিন্তা বাড়াতে পারে। কারণ অনেকেই কম দামি অ্যাড-ফ্রি স্ট্রিমিং প্ল্যানের উপর ভরসা করতেন। নেটফ্লিক্সের দাম বাড়ানোর পরই সোশ্যাল মিডিয়া ইউজারদের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া শোনা গিয়েছে।


এই মুহূর্তে অ্যাড-সহ নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশনের খরচ প্রতি মাসে 6.99 ডলার (ভারতীয় মুদ্রায় 583 টাকা)। সংস্থার বিজ্ঞাপন হেড রেইনহার্ড জানিয়েছেন, বিশ্বব্যাপী 4 কোটি ইউজার নেটফ্লিক্সের এই প্ল্যানটি ব্যবহার করেন। যা ইঙ্গিত করে অ্যাড-সহ ওটিটি কন্টেন্ট দেখায় কোনও আপত্তি নেই ইউজারদের।


অ্যাড-ফ্রি প্ল্যানের দাম বাড়লেও, অ্যাড-সাপোর্টেড প্ল্যানের দাম অপরিবর্তিত রয়েছে। যাঁরা আগামী দিনে সাবস্ক্রিপশন রিনিউ করার কথা ভাবছেন, তাঁদের নতুন খরচ সম্পর্কে অবগত থাকা উচিত।


ভারতে নেটফ্লিক্স প্ল্যানের দাম


ভারতে প্রতি মাসে নেটফ্লিক্সের চার রকম সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে, এগুলি হল -


মোবাইল সাবস্ক্রিপশন : 480p ভিডিয়ো কোয়ালিটি পাওয়া যাবে। শুধু স্মার্টফোন ও ট্যাবই দেখা যাবে, কেবল একটি ডিভাইস সাপোর্ট করবে। এই প্ল্যানের দাম 149 টাকা


বেসিক সাবস্ক্রিপশন : এতে 720p ভিডিয়ো কোয়ালিটি পাবেন। টিভি, কম্পিউটার, স্মার্টফোন এবং ট্যাবে সাপোর্ট করবে। কেবল একটি ডিভাইসেই ডাউনলোড করা যাবে। খরচ 199 টাকা


স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশন : এতে 1080p ভিডিয়ো কোয়ালিটি রয়েছে। টিভি, কম্পিউটার, স্মার্টফোন এবং ট্যাবে সাপোর্ট করবে। দুটি ডিভাইসে ডাউনলোড করা যাবে। খরচ 499 টাকা।


প্রিমিয়াম সাবস্ক্রিপশন : 4K+HDR ভিডিয়ো কোয়ালিটি মিলবে। টিভি, কম্পিউটার, স্মার্টফোন এবং ট্যাব সবেতে সাপোর্ট করবে। 6টি ডিভাইসে ডাউনলোড করা যাবে। খরচ 649 টাকা।

TOP RELATED