Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

‘দেশটা কারও বাপের না’ পালটা গর্জন দিলজিতের

‘দেশটা কারও বাপের না’ পালটা গর্জন দিলজিতের

Published on: Published on 2024-12-09 08:40 PM

Share on:

হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গলুরু সেরে ইন্দোর শহরে হয়ে গেল জমজমাট দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান। তবে গানের মাঝে আচমকাই চটলেন দিলজিৎ। যেহেতু শিল্পী, তাই গানের ভাষাতেই জানালেন প্রতিবাদ।
তা হঠাৎ কেন মঞ্চে প্রতিবাদী হয়ে উঠলেন পাঞ্জাবি গায়ক?
সূত্রের খবর, ইন্দোরে দিলজিতের অনুষ্ঠান শুরু আগে বজরং দলের সদস্যরা অনুষ্ঠানে স্থলে মদ বিক্রি যাতে না হয় তা নিশ্চিত করার কথা বলেন। আর তাতে চটেন দিলজিৎ। তবে কথায় নয়, গানের মধ্য়ে দিয়েই হুঙ্কার ছাড়েন দিলজিৎ। রাহাত ইন্দোওরির কবিতার থেকে শব্দ ধার নিয়ে দিলজিৎ গেয়ে ওঠেন। ‘‘সভি কা খুন হ্যায় ইস্ মিট্টি মে শামিল, কিসি কি বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যাঁ?’’দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা, ততটাই বিতর্ক! পাঞ্জাবি পপস্টার বিদেশ জয় করে সদ্য দেশে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন। আর দিল্লিতে কনসার্টের পর থেকেই একের পর এক বিতর্ক সঙ্গী হয়েছে দিলজিতের। গানের মাধ্যমে মদ, মাদকের প্রচার করার অভিযোগে আইনি নোটিস পেয়েছিলেন তেলেঙ্গনা সরকারের তরফে।
হায়দরাবাদে সেইমতো নিজের গানের লিরিকস বদলে শো করেন গায়ক। এর পরই রটে যায়, আহমেদাবাদে শো করার আগেও নাকি গুজরাট সরকারের তরফে আইনি নোটিস পেয়েছেন দিলজিৎ। খবর শুনেই রেগে কাঁই গায়ক! আর এবার গানের মধ্যে দিয়ে গর্জন করে উঠলেন দিলজিৎ।

TOP RELATED