Last Update
ইউজিসি-নেটের নয়া দিন জানাল NTA
স্থগিত হওয়া ইউজিসি-নেট এবং সিএসআইআর ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল এনটিএ। সিএসআইআর ইউজিসি নেট হবে আগামী ২৫-২৭ জুলাই। ইউজিসি-নেটের ২০২৪ সালের জুন মাসের সাইকেলের পরীক্ষা গ্রহণ করা হবে ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। এনসিইটি ২০২৪-এর পরীক্ষা হবে আগামী ১০ জুলাই।
২৮ জুন তারিখের বিজ্ঞপ্তিতে ইউজিসি নেটের নয়া দিনক্ষণ স্পষ্টভাবে জানানো হয়নি। সাধারণ একটি নির্দিষ্ট তারিখে এই পরীক্ষা নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে একটি তারিখে এই পরীক্ষা নেওয়া হবে। কোন তারিখে পরীক্ষাটি হবে তা এখনও জানা যায়নি। অন্যদিকে এনসিইটি ২০২৪ সালের পরীক্ষার আগামী ১০ জুলাই হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর পর জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটি ২৫-২৭ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তৃতীয় পরীক্ষা অর্থাৎ ইউজিসি ষেট জুনের পরীক্ষাটি ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে হবে বলে জানিয়েছে এনটিএ।
জুন মাসের ইউজিসি নেট ২০২৪ পরীক্ষাটি কাগজে কলমে ওএমআর শিটে নেওয়া হয়েছিল। কিন্তু এবারের পরীক্ষা আর ওএমআর শিটে নেওয়া হবে। বিতর্ক এড়াতে এবার আগামী সব পরীক্ষাই কম্পিউটার বেসড টেস্ট হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অর্থাৎ কম্পিউটারে বসে পুরোপুরি অনলাইন মোডেই পরীক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত, পরীক্ষা দুর্নীতির পিছনে একাধিক সময়ে এই ওএমআর শিট জড়িয়ে গিয়েছে। এবারেও সেই একই ঘটনা ঘটে। তাই কোনওরকম বিতর্ক এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
TOP RELATED