Last Update
২১তম পদক শচীন খিলারির
প্যারালিম্পিকে ভারতের সাফল্য অব্যাহত। পদক সংখ্যার নিরিখে আগেই টোকিওকে ছাপিয়ে গিয়েছিল প্যারিস প্যারালিম্পিক। বুধবার ফের পদক তালিকায় যোগ হল আরেক ভারতীয়র নাম। শটপাটে রুপো পেলেন ভারতের শচীন খিলারি। তাঁর হাত ধরে চলতি প্যারালিম্পিকে ২১তম পদক পেল ভারত। তবে টেবিল টেনিসে ছিটকে গেলেন ভারতের অন্যতম পদক সম্ভাবনা ভাবিনাবেন প্যাটেল। মহিলাদের শট পাটে নিজের সেরা পারফরম্যান্স করেও পদকের লড়াই থেকে সরে যেতে হল ভারতের আমিশা রাওয়াতকে।এফ ৪৬ বিভাগে পুরুষদের শটপাট ফাইনালে এদিন তিনজন ভারতীয় নেমেছিলেন। শচীন ছাড়াও পদকের লড়াইয়ে ছিলেন মহম্মদ ইয়াসির এবং রোহিত কুমার। তবে প্রথম থ্রোয়ে সেভাবে নজর কাড়তে পারেননি শচীন। অন্যদিকে, ফাউল থ্রো দিয়ে ফাইনাল শুরু করে রোহিত। তবে দ্বিতীয় থ্রো থেকে কামব্যাক করেন বিশ্বচ্যাম্পিয়ন শচীন। ১৬.৩২ মিটার ছুঁড়ে তিনি উঠে আসেন পদকের লড়াইয়ে। তার পর থেকে প্রত্যেকটি থ্রো ১৬ মিটারের বেশি মেরেছেন শচীন। তবে নিজের দ্বিতীয় থ্রোটিই তাঁর এদিনের সেরা। ওই থ্রোতে রুপো নিশ্চিত করেন শট পাট তারকা। পাশাপাশি, ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হল শট পাটের অপর দুই প্রতিযোগী মহম্মদ ইয়াসির এবং রোহিত কুমারকে। অন্যদিকে, মহিলাদের শট পাটে এফ ৪৬ বিভাগের ফাইনালে উঠেছিলেন আমিশা রাওয়াত। নিজের কেরিয়ারের সেরা থ্রো করেন এদিনের ফাইনাল। ৯. ২৫ মিটার ছোড়েন তিনি। তবে সেরা পারফরম্যান্স করলেও পদক ছাড়াই প্যারিস থেকে ফিরতে হল আমিশাকে।
বুধবার শট পাটে একটি পদক এলেও আরও বেশ কয়েকটি খেলায় হতাশ করলেন ভারতীয় অ্যাথলিটরা। টেবিল টেনিসে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ভাবিনাবেন প্যাটেল দুরন্ত লড়াই করে বিদায় নিলেন কোয়ার্টার ফাইনাল থেকে। ৪৯ কেজি ভারত্তোলন থেকেও ছিটকে গিয়েছেন পরমজিৎ কুমার।
TOP RELATED