Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

এত বড় পুরুষাঙ্গ! ভেঙেই গেল পদকের স্বপ্ন

এত বড় পুরুষাঙ্গ! ভেঙেই গেল পদকের স্বপ্ন

Published on: Published on 2024-08-04 11:13 AM

Share on:

চলতি অলিম্পিক্স Paris Olympics 2024 দেখেছে লিঙ্গ বিতর্ক, এবার পুরুষ লিঙ্গের কারণেই ভাঙল ক্রীড়াবিদের পদকের স্বপ্ন। হ্য়াঁ, একদমই ঠিক পড়েছেন। আকারে বেশ বড় পুরুষাঙ্গই বাধা হয়ে দাঁড়াল অ্যান্থনি আমিরাতির Anthony Ammirati। বছর একুশের ফ্রান্সের পোল ভল্টার এখন ভাইরাল প্যারিসে।


শনিবার তিনি ৫.৭০ মিটার পার করেই ফেলছিলেন একটু হলে, আচমকাই তাঁর লিঙ্গ ঠেকে যায় লম্বা পোলে! আর এরপরেই হতাশায় মাটিতে শুয়ে পড়েন অ্যান্থনি!


যে কারণে ফরাসি অলিম্পিয়ানের পদক জেতা হল না, তা দেখার পর প্রায় সকলেই চমকে গিয়েছেন। কেউ ভাবতেও পারেননি যে, প্যারিসে কোনও ক্রীড়াবিদকে বড় পুরুষাঙ্গ এভাবে বিড়ম্বনায় ফেলে দিতে পারে! এই ঘটনা সোশ্য়াল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। নেটাগরিকরা হাসতেও পারছেন না, আবার দুঃখও প্রকাশ করতে পারছেন না! শুধু দেদারে শেয়ার হচ্ছে ভিডিয়ো। অ্যান্থনি এর আগে দু'টি উচ্চতা পার করেছিলেন। গ্রুপ 'এ'তে তিনি ১২ নম্বরে শেষ করেছিলেন ৫.৬০ পার করে। কিন্তু ৫.৭০ মিটার পার করতে দিল না বিশেষ অঙ্গের আকার! অ্যান্থনি ২০২২ সালে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। তাঁর উপর প্রত্য়াশা ছিল দেশের। কিন্তু এমনই দুর্ভাগ্য় যে... তবে অ্যান্থনির সামনে আরও অলিম্পিক্স রয়েছে, তার আগে নিশ্চয়ই তিনি নিজের বিশেষ অঙ্গ নিয়ে বিশেষ ভাবেই ভাববেন।

TOP RELATED