Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

নীরজই আজ সোনা জয়ের শেষ আশা, সেই ঐতিহাসিক খেলা ক'টা থেকে?

নীরজই আজ সোনা জয়ের শেষ আশা, সেই ঐতিহাসিক খেলা ক'টা থেকে?

Published on: Published on 2024-08-08 02:35 PM

Share on:

ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া বৃহস্পতিবার রাতে অলিম্পিক্সে টানা দ্বিতীয় সোনার পদক জয়ের লক্ষ্যে নামবেন। নীরজের ইভেন্ট ভারতীয় সময়ে রাত ১১টা বেজে ৫৫ মিনিটে। জিও সিনেমাতে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। এছাড়া স্পোর্টস 18 চ্যানেলে সরাসরি সম্প্রচার।


নীরজ যোগ্যতা পর্বে ভাল পারফর্ম করেছিলেন।

প্রথম প্রচেষ্টায় ৮৯.৩৪ মিটার থ্রো করে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। টোকিও অলিম্পিক্সে মতো নীরজ এখানেও কয়েক সেকেন্ডের ব্যবধানে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন।

এবারের চ্যালেঞ্জ আগের অলিম্পিকের চেয়ে আরও কঠিন। মোট ৯জন খেলোয়াড়ের মধ্যে নীরজের মতো পাঁচজন তাদের প্রথম থ্রোতেই ফাইনালে উঠেছিলেন।

২৬ বছর বয়সী ভারতীয় খেলোয়াড় খুব ভালভাবে বোঝেন এই চ্যালেঞ্জ। কারণ তিনি গত আট বছর ধরে আন্তর্জাতিক স্তরে এই চ্যালেঞ্জ সামলাচ্ছেন। অলিম্পিক্সের ইতিহাসে খেতাব ধরে রাখতে পঞ্চম পুরুষ জ্যাভলিন থ্রোয়ার অভিপ্রায় নিয়ে ফাইনালে নামবেন নীরজ।

যদি তিনি শিরোপা জেতেন, তা হলে তিনি অলিম্পিক্সের ব্যক্তিগত বিভাগে দুটি স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হয়ে উঠবেন। নীরজ পদক জিতলে স্বাধীনতার পর থেকে তিনিই হবেন মাত্র চতুর্থ ভারতীয় খেলোয়াড়, যিনি দুটি অলিম্পিক্সে পদক জিতেছেন।

স্বাধীনতার পর শুধুমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর (একটি রুপো এবং একটি ব্রোঞ্জ) এই রেকর্ড রয়েছে। কুস্তিগীর সুশীল কুমার (একটি রুপো এবং একটি ব্রোঞ্জ) এবং শ্যুটার মনু ভাকর (দুটি ব্রোঞ্জ) ভারতের হয়ে দুটি অলিম্পিক পদক জিতেছেন।

যোগ্যতা পর্বে নীরজ কেরিয়ারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স দিয়েছেন। ঠিক সময়ে ফর্মে ফিরে আসা গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স এবং পাকিস্তানের আরশাদ নাদিমের কাছ থেকে ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন নীরজ।

টোকিও অলিম্পিকের রুপোর পদক জয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ওয়াল্ডেচও তাঁর সেরা পারফরম্যান্স দিতে বদ্ধপরিকর।


TOP RELATED