Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

সোনা অবনী লেখারার, ব্রোঞ্জ পেলেন মোনা

সোনা অবনী লেখারার, ব্রোঞ্জ পেলেন মোনা

Published on: Published on 2024-08-30 08:16 PM

Share on:

অলিম্পিকে অধরা সোনার সাধ পূরণ করলেন প্যারা অ্যাথলিটরা। প্যারালিম্পিক শুটিংয়ের শুরুতেই সোনা ফলালেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে সোনা জিতলেন অবনী। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের মোনা আগরওয়াল। এদিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকেও এদিন পদক এসেছে ভারতের ঝুলিতে। T35 বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের প্রীতি পাল। ফাইনালে তিনি দৌড় শেষ করলেন মাত্র ১৪.২১ সেকেন্ডে। এটা তাঁর ব্যক্তিগত রেকর্ডও বটে।  টোকিও প্যারালিম্পিকে SH1 ক্যাটাগরিতে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী। তার পর ৫০ মিটার থ্রি পজিশন রাইফেলে ব্রোঞ্জ জেতেন তিনি। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একটি প্যারালিম্পিকে জোড়া পদকজয়ের রেকর্ড গড়েছিলেন অবনী। প্যারিসেও সোনা জিতবেন অবনী, প্রত্যাশা ছিল দেশের ক্রীড়া মহলের। সেই প্রত্যাশায় লেটার মার্কসের সঙ্গে উতরে গেলেন তিনি।১০ মিটার এয়ার রাইফেলসের SH1 ইভেন্টের ফাইনালে টানটান লড়াইয়ে কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারালেন অবনী। একেবারে শেষ শট পর্যন্ত টানটান লড়াই চলে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। শেষ শটের আগেও পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ বেলায় দুর্দান্ত শটে সোনা জয় নিশ্চিত করলেন ভারতের তারকা শুটার। ফাইনালে অবনীর স্কোর ২৪৯.৭। কোরিয়ার ওয়াই লি ২৪৬.৮ পয়েন্ট নিয়ে রূপো পেলেন। ভারতেরই মোনা আগরওয়াল ২২৮.৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেলেন। ফলে একই ইভেন্টে জোড়া পদক এল ভারতের দখলে।
দিন কয়েক আগে এই প্যারিসেই অলিম্পিক থেকে জোড়া পদক এনেছেন ভারতের মনু ভাকের। অলিম্পিক থেকে সোনা না এলেও সবচেয়ে বেশি পদক এসেছিল শুটিং থেকেই। প্যারালিম্পিকেও শুটিং থেকে প্রত্যাশা বেশি ভারতের। অবনী এবং মোনার দৌলতে শুরুটাই দুর্দান্ত হল টিম ইন্ডিয়ার।

TOP RELATED