Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে প্যারিসে ভারত

রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে প্যারিসে ভারত

Published on: Published on 2024-08-28 09:46 PM

Share on:

প্যারিস অলিম্পিকে ভারতের পদক-ঝুলি প্রত্যাশা মতো পূর্ণ হয়নি। নীরজ চোপড়া সোনা জিততে পারেননি। ভিনেশ ফোগাটও ফিরেছেন খালি হাতে। মনু ভাকের, আমন শেরাওয়াত বা হকি দলের পারফরম্যান্স মানরক্ষা করলেও মন ভরাতে পারেনি।এবার সেই শহরেই নামতে চলেছেন আরও ৮৪ জন ভারতীয় খেলোয়াড়। এঁদের কারও একটা হাত নেই। কারও আবার দু’টো হাতই নেই! কেউ পা হারিয়েছেন দুর্ঘটনায়। কারও আবার ছোটবেলা থেকেই সঙ্গী হয়েছে ‘পোলিও’। তবে এঁরাও মনে প্রাণে অ‌্যাথলিট এক-এক জন। যাঁদের পোশাকি নাম-প‌্যারা অ‌্যাথলিট। যাঁরা মানসিক কাঠিন্যে নীরজ বা মনুদের থেকে বিন্দুমাত্র কম যান না। সেই মানসিক কাঠিন্যের প্রমাণ দিতেই প্যারিস প্যারা অলিম্পিকে নামছেন সুমিত আন্টিল-কৃষ্ণ নাগর-অবনী লেখারা-রা। সব মিলিয়ে, প‌্যারা অলিম্পিকে ৮৪ জন প্রতিনিধি থাকছে ভারতের। যার উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার।অলিম্পিকে পদকের বিচারে ভারত সবচেয়ে বেশি সাফল্য এসেছে টোকিওয়। প্যারা অলিম্পিকের ক্ষেত্রেও তাই। সবমিলিয়ে ১৯ পদক জিতেছিলেন মনোজ সরকার, ভাবিনা প্যাটেলরা। যার মধ্যে ছিল ৫ সোনা, ৮ রুপো এবং ৬ ব্রোঞ্জ। প্যারিসে নিজেদের কীর্তি ছাপিয়ে যেতে পারেননি পি আর শ্রীজেশ, নীরজরা। কিন্তু সুমিত-প্রমোদরা যে পদকের বিচারে অতীতকে পিছনে ফেলবেন, নিশ্চিত জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া। প্যারা অলিম্পিকে জোড়া সোনার মালিক এই জ্যাভলিন থ্রোয়ার প্যারিস দাঁড়িয়ে বলেছেন, “আশা করছি এবার আমাদের ফল আরও ভালো হবে।’’

TOP RELATED