Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মাঝ আকাশে বিমানের শৌচাগারে ধূমপান!

মাঝ আকাশে বিমানের শৌচাগারে ধূমপান!

Published on: Published on 2024-12-18 05:37 PM

Share on:

বরাতজোরে বাঁচল মুম্বই-কলকাতা বিমান! মাঝ আকাশে বিমানের শৌচাগারে ধূমপান করে আটক যাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কলকাতামুখী ইন্ডিগোর বিমানে। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।জানা গিয়েছে, মুম্বই থেকে কলকাতায় আসছিল ইন্ডিগোর 6E 5122 বিমানটি। মাঝ আকাশে থাকাকালীন শেখ গোলাম মোস্তফা নামে এক যাত্রী শৌচাগারে ঢুকে ধূমপান করছিলেন বলে অভিযোগ। বিমানের আরেক যাত্রী বিষয়টি বুঝতে পেরে সেই খবর কেবিন ক্রু-কে দেন। তিনি সেই যাত্রীকে বিমানে ধূমপান করতে নিষেধ করেন। বলেন, নিজের আসনে এসে বসতে।এর পর বিষয়টি বিমান চালক বিমান কর্তৃপক্ষকে জানান। কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের পর যাত্রীকে সিআইএসএফ আটক করে। পরে স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। সাধারণত, চলন্ত ট্রেনের শৌচাগারে লুকিয়ে ধূমপান করতে দেখা যায় যাত্রীদের। কিন্তু মাঝ আকাশে বিমানে এ ধরনের ঘটনা কার্যত নজিরবিহীন!বিমানের অন্যান্য যাত্রীদের অভিযোগ, এক যাত্রীর খামখেয়ালিপনার খেসারত দিত হত সব যাত্রীকে। ধূমপান থেকে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। প্রাণ যেত পারত যাত্রীদের। কী করে কোনও যাত্রী এতোটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে,  তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। যদিও বিষয়টি নিয়ে হেলদোল নেই আটক যাত্রীর। 

TOP RELATED