Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

সংসদে তোপ প্রধানমন্ত্রীর

সংসদে তোপ প্রধানমন্ত্রীর

Published on: Published on 2024-12-14 07:13 PM

Share on:

যে অভিযোগে বারবার বিদ্ধ হতে হয় তাঁকে, এবার সেই অস্ত্রেই বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে সংবিধান নিয়ে আলোচনার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বললেন, “ভারত বৈচিত্রের দেশ। কিন্তু এই বৈচিত্রের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ।”সংসদে সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বললেন, ভারত আজ শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের জননী। মোদির কথায়, “ভারত বৈচিত্রের দেশ ঠিকই। কিন্তু সেই বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের বৈশিষ্ট। ভারত আসলে অনেকগুলি গণতন্ত্রের সমাহার।” সংসদে প্রধানমন্ত্রী বললেন, “একেবারে শুরু থেকে ভারতীয় সংবিধান বৈচিত্রের মধ্যে ঐক্যের গুরুত্ব বুঝেছে। ভারতের গণতন্ত্রের অতীত খুবই প্রগতিশীল। কিন্তু আজ অনেকে এই সংবিধান দিবসের উৎসবে যোগ না দিয়ে বিভেদের বিষ ছড়াচ্ছে।”এদিন সংসদে দাঁড়িয়ে দৃপ্ত কন্ঠে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, স্বাধীনতার ১০০ বছর উদযাপনের সময় ভারত উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। মোদির দাবি, দেশের উন্নতির পথে যাবতীয় বাধা সরিয়ে ফেলা হচ্ছে। সার্বিক উন্নয়নে মহিলাদের যোগদান বাড়ানো হচ্ছে। সার্বিকভাবে দেশের ঐক্যের জন্য জিএসটির মতো করকাঠামো চালু হয়েছে। ৩৭০ ধারার মতো বাধা সরিয়ে ফেলা হয়েছে।এর পরই সরাসরি গান্ধী পরিবারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “সংবিধান সংসদে গৃহীত হওয়ার পর ৭৫ বছরে ৫৫ বছরই রাজত্ব করেছে একটা পরিবার। কংগ্রেসের সেই পরিবার সংবিধানকে আঘাত করার কোনও সুযোগ ছাড়েনি। কংগ্রেসের সেই কুবিচার, কুনীতির প্রভাব আজও রয়েছে। দেশকে আজও ভুগতে হচ্ছে। এই পাপ কোনওদিন মোছা যাবে না।” প্রধানমন্ত্রীর অভিযোগ, সংবিধান যখন বাধা হয়ে দাঁড়িয়েছে তখনই সেটাকে বদলে ফেলার পক্ষে সওয়াল কর‍তেন। আর ইন্দিরার আমলের জরুরি অবস্থার দাগ কোনওদিন মোছা যাবে না।

TOP RELATED