Last Update
মোদির দিল্লিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি
যান্ত্রিক ত্রুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লিগামী বিমানে। দেওঘর বিমানবন্দরে আটকে ছিল বিমানটি। সেই কারণে মোদির দিল্লি ফেরায় বিলম্ব দেখা দিয়েছে। অবশেষে ফিরলেন বায়ুসেনার বিমানে। সব মিলিয়ে দেরি দুঘণ্টা।জানা গিয়েছে, শুক্রবার আচমকাই মোদির বিমানটি খারাপ হয়ে যায়। আর তার ফলে বিমানবন্দরেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে মোদিকে। এখনও পর্যন্ত খবর অনুসারে, বিমানটি ওড়ার আগেই আচমকা দেখা যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিশেষজ্ঞের দল বিমানটি পরীক্ষা করে দেখে। আঁটসাঁট করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা।বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবারই ঝাড়খণ্ডে আসেন মোদি। পুষ্পার্ঘ্য নিবেদন করেন মুন্ডার প্রতিকৃতিতে। ৬৬৪০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাসও করেন প্রধানমন্ত্রী। দুটি জনসভায় ভাষণ দেন তিনি। সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই এই সভা করেন প্রধানমন্ত্রী। এখান থেকে দিল্লি ফেরার কথা তাঁর। কিন্তু আচমকাই বিমানে ত্রুটি ধরা পড়ায় বিলম্বিত হল ফেরার প্রক্রিয়া।এদিকে এরইমধ্যে ঝাড়খণ্ডের গোড্ডায় আটকে পরে রাহুল গান্ধির হেলিকপ্টারও। সূত্রের খবর, ছাড়পত্র না পাওয়াতেই রাহুল গান্ধির হেলিকপ্টার আধ ঘণ্টা ধরে গোড্ডায় আটকে রয়েছে। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার কারণেই রাহুলের হেলিকপ্টারকে অবতরণের ছাড়পত্র দেওয়া হয়নি।
TOP RELATED