এক্সপ্রেস কলকাতা ডেস্ক: শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট। আর তার ঠিক আগের দিনই বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল নগদ ২৪ লক্ষ টাকা। জানা যাচ্ছে, শুক্রবার সকালে দাসপুরের খুকুড়দায় এলাকায় নাকা চেকিংয়ের সময় দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি তল্লাশি করতেই মেলে এক ব্যাগ নগদ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। তবে তাঁর দাবি, এই টাকা নির্বাচন খাতের। যা পার্টি অফিস থেকে নিয়ে যাচ্ছিলেন তিনি। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা হিরণের দাবি, বিজেপি নেতাদের ফাঁসানো হচ্ছে। এই নিয়ে মুখ খুললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবও।
জানা গিয়েছে, প্রশান্ত বেরা দাসপুর বিধানসভার নির্বাচন কমিটির বিজেপির কনভেনর। ২০২১ সালের লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। আগামিকাল ঘাটাল লোকসভা আসনে ভোট। তার ঠিক আগেরদিন সকালে এই ঘটনার জেরে শোরগোল পড়েছে গোটা এলাকায়।
খুকুড়দা পয়েন্টে নাকা চেকিংয়ের সময়ে ঘটনাস্থলে উপস্থিত এসডিপিও অনিমেষ সিংহ রায় বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট খবর ছিল একটি লাল রঙের গাড়িতে কিছু টাকা যাচ্ছে। সেই মতো আমরা এই গাড়িটিকে আটকাই। তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায়, যার নাম প্রশান্ত বেরা। তিনি দাসপুরে বিজেপির কনভেনার। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর কাছে ২৪ লাখ টাকা পাওয়া গিয়েছে। তিনি এখনও সদুত্তর দিতে পারেননি। উনি আপাতত আমাদের কাছে কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি। আমাদের তদন্ত এখনও চলছে।”
এবিষয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যেভাবে আমার আপ্তসহায়কের বাড়িতে এসেছিল, এটাও সে রকমই এক চক্রান্ত। টাকা, বন্দুক, বোমা বাড়িতে, গাড়িতে ঢুকিয়ে বিজেপি নেতা-কর্মীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে।” হার নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল পুলিশকে দিয়ে এসব করাচ্ছে বলে দাবি হিরণের।
অন্য দিকে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী দেব বলেন, “গোরু চুরির টাকা তো এদের কাছে রয়েছে। কোটি কোটি টাকা ধরা পড়ছে। আমার মনে হল এবার জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। এখানে ওরা টার্গেট করেছিল দেবকে। ফেক অডিয়ো ভাইরাল করেছে। এবার মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে কে কী ভাবে জিততে চায়ছে। নামের আগে ভুয়ো ডক্টরেড ডিগ্রি লাগাচ্ছে।”