Last Update
লোকসভা নির্বাচনে সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশিকা
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: নির্বাচন কমিশনের দ্বারা সাংবাদিকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হল। এবারের লোকসভা নির্বাচনে সাংবাদিকরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ নির্দেশিকা জানিয়েছে নির্বাচন কমিশন। কর্মরত সাংবাদিকের যে লোকসভা কেন্দ্রে ভোটাধিকার রয়েছে সেই কেন্দ্রে ১২ ডি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সংশ্লিষ্ট জেলা আধিকারিক বা মহাকুমার তথ্য-সংস্কৃতি দফতরে এই ফর্ম পূরণ করা যাবে। ১৮টি জরুরি কাজের সঙ্গে যুক্ত ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান।
নির্বাচনের দিনগুলিতে কর্মরত সাংবাদিকরা ভোট গ্রহণের খবর সংগ্রহ করতে বিভিন্ন লোকসভা কেন্দ্রে ছুটে বেড়াবেন। পোস্টাল ব্যালাটে ভোট দিতে নিজেদেরকে আগেই অ্যাবসেন্ট ভোটার হিসেবে আবেদন করতে পারেন তাঁরা। তবে সংশ্লিষ্ট জেলা অথবা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের কাছে জমা করতে হবে আবেদন পত্র। ভোটার কার্ডের জেরক্স এবং এক কপি ছবি জমা দিতে হবে আবেদনকারীদের। ভোটের নির্দিষ্ট দিনের আগে কবে কোথায় তিনি ভোট দিতে পারবেন তা জানিয়ে দেবে কমিশন ।
দমকল, পুলিশ, রেল কর্মীরা এই পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় ভোটদানের সুযোগ পেয়ে থাকেন। তবে সাংবাদিকরা এই প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেতে চলেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে খবর সংগ্রহের জন্য যেসব সাংবাদিক জাতীয় নির্বাচন কমিশনের Authority Letters-এর জন্য আবেদন করেছেন তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১২ ডি ফর্ম পূরণ করতে পারবেন। আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হবে।
TOP RELATED