Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

বিয়াল্লিশেই মৃত্যু গোলকিপার কোচ প্রশান্ত দে’র

বিয়াল্লিশেই মৃত্যু গোলকিপার কোচ প্রশান্ত দে’র

Published on: Published on 2024-11-17 10:39 AM

Share on:

অকালে চলে গেলেন কলকাতা ময়দানের পরিচিত মুখ তথা ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের গোলকিপার কোচ প্রশান্ত দে। শনিবার দুপুরে অনুশীলন করাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। প্রশান্তবাবুর বয়স হয়েছিল ৪২ বছর।শনিবার দুপুর দুটো নাগাদ সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির প্র্যাকটিসে নামেন প্রশান্ত। প্র্যাকটিস শুরুর কিছুক্ষণ পরই মাঠে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে মাঠেই সিপিআর দেওয়া হয়। দুপুর পৌনে তিনটে নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় মাঠ লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে। বেলা সাড়ে তিনটেয় হাসাপাতাল থেকে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন প্রশান্তবাবু।প্রশান্তবাবু গড়িয়ার বাসিন্দা। বাড়িতে বৃদ্ধ মা-বাবা রয়েছেন। সূত্রের খবর শনিবার সকালের দিকে নিজের আবাসনের বাচ্চাদের অনুশীলন করান তিনি। তারপর স্নান-খাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই পৌঁছে গিয়েছিলেন সল্টলেকের সেন্ট্রাল পার্কে। প্রায় সঙ্গে সঙ্গেই সেখানে অনুশীলনে নামেন। অনুশীলন করাতে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করেন। হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।ময়দানের পরিচিত মুখ এই গোলকিপার কোচের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ময়দানে। শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। শোকপ্রকাশ করা হয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের তরফেও। একদিন আগেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলার নিশ্চিত করেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। তারপরই ক্লাবে শোকের ছায়া।

TOP RELATED