Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

হাই জাম্পে সোনা জিতলেন প্রবীণ কুমার

হাই জাম্পে সোনা জিতলেন প্রবীণ কুমার

Published on: Published on 2024-09-06 08:23 PM

Share on:

২০২০ টোকিও প্যারালিম্পিক্সে রুপো জিতে গর্বিত করেন দেশকে। এবার ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্স থেকেও দেশকে পদক এনে দিলেন প্রবীণ কুমার। ছেলেদের টি-৬৪ হাই জাম্পে পোডিয়াম ফিনিশ করেন ভারতীয় তারকা। ফলে প্যারিস প্যারালিম্পিক্স থেকে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬-এ।প্যারিসে নিজের সেরা পারফর্ম্যান্স তো বটেই, এমনকি এরিয়া রেকর্ড গড়ে সোনা জেতেন প্রবীণ কুমার। অর্থাৎ, এই ইভেন্টে এশিয়ার সর্বকালের সেরা পারফর্ম্যান্স উপহার দেন ভারতীয় তারকা। তিনি সর্বোচ্চ ২.০৮ মিটার উচ্চতা টপকে সোনার পদক গলায় ঝোলান।প্যারিস প্যারালিম্পিক্সে প্রবীণ আসলে টি-৪৪ বিভাগে প্রতিনিধিত্ব করেন। প্যারালিম্পিক্সের হাই জাম্পের এই ইভেন্টে অংশ নিতে পারেন টি-৬২ ও টি-৬৪ বিভাগের প্যারা অ্যাথলিটরাও। প্যারিসের মিলিত এই ইভেন্টে একমাত্র টি-৬৪ হাই-জাম্পার ছিলেন আমেরিকার লসিডেন্ট ডেরেক। তিনি ২.০৬ মিটার উচ্চতা টপকে রুপোর পদক গলায় ঝোলান। উল্লেখ্য, টি-৬৪ বিভাগে ডেরেক নতুন প্যারালিম্পিক্স রেকর্ড গড়েন।প্রবীণ ১.৮৯ মিটার থেকে অভিযান শুরু করেন। তিনি নিজের প্রথম প্রচেষ্টায় যথাক্রমে ১.৯৩, ১.৯৭, ২.০০, ২.০৩, ২.০৬ ও ২.০৮ মিটার উচ্চতা টপকে যান। অর্থাৎ, পরপর সাতটি জাম্পে সফল হন ভারতীয় তারকা। রুপো জয়ী মার্কিন তারকা ২.০৬ মিটারে আটকে যাওয়ায় প্রবীণের সোনা জয় নিশ্চিত হয়ে যায়। তবে তার পরেও ভারতীয় তারকা নিজের পারফর্ম্যান্সে উন্নতি করার চেষ্টা করেন। যদিও তিনবারের প্রচেষ্টাতেও ২.১০ মিটার টপকাতে পারেননি প্রবীণ।প্রবীণের সোনা জয়ের পরেই ভারত সার্বিক পদক তালিকায় ১৪ নম্বরে উঠে আসে। এই নিয়ে প্যারিস প্যারালিম্পিক্সে মোট ৬টি সোনা জেতে ভারত। টিম ইন্ডিয়ার ঝুলিতে রয়েছে ৯টি রুপো ও ১১টি ব্রোঞ্জ পদক। মেডেল সংখ্যার নিরিখে ভারত অবস্থান করছেন যুগ্মভাবে ক্রমতালিকার ১৩ নম্বরে।প্যারিসে প্রবীণের এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন উজবেকিস্তানের গিয়াজোভ তেমুরবেক ও পোল্যান্ডের লেপিয়াতো মাসিয়েজ। দুই তারকাই ২.০৩ মিটার উচ্চতা টপকে ব্রোঞ্জ পদক গলায় ঝোলান।

TOP RELATED