Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতি মুর্মুর

ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতি মুর্মুর

Published on: Published on 2024-07-28 10:14 AM

Share on:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  ছ’টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন। সেই সঙ্গেই তিনটি রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল বদলও করেছেন তিনি। শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে এই খবর জানানো হয়।

জানা গিয়েছে, সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুরকে। অন্যদিকে এতদিন সিকিমের রাজ্যপাল থাকা লক্ষ্মণপ্রসাদ আচার্যকে এবার করা হল অসমের রাজ্যপাল। পাশাপাশি তিনিই সামলাবেন মণিপুরের রাজ্যপালের দায়িত্বও। প্রসঙ্গত, এবছরের ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপাল ছিলেন অনুসুইয়া উইকে।
অন্যদিকে এতদিন অসমের রাজ্যপালের দায়িত্বে থাকা গুলাবচাঁদ কাটারিয়াকে এবার করা হল পাঞ্জাবের রাজ্যপাল। পাঞ্জাবের দায়িত্বে থাকা বনওয়ারিলাল পুরোহিত ইস্তফা দেওয়াতেই এই সিদ্ধান্ত। তবে গুলাবচাঁদ কেবল পাঞ্জাবের নয়, সামলাবেন কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও।
মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল করা হয়েছে সিপি রাধাকৃষ্ণাণকে। সেরাজ্যের দায়িত্ব থেকে সরানো হল রমেশ বৈসকে। রাধাকৃষ্ণ এতদিন তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। এবার তেলেঙ্গানার প্রশাসকের দায়িত্বে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। পাশাপাশি ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সন্তোষকুমার গঙ্গওয়ার। এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির লেফটেন্য়ান্ট গভর্নর হয়েছেন কে কৈলাসনাথ।
ছত্তিশগড়ের রাজ্যপাল হয়েছেন রেমন ডেকা। মেঘালয়ের প্রশাসকের দায়িত্বে কর্নাটকের প্রাক্তন সাংসদ সিএইচ বিজয়শংকর। রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে হরিভাউ কিষাণরাও বাগদেকে। তিনি মহারাষ্ট্রের বর্ষীয়ান বিজেপি নেতা। এতদিন মরুরাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন কালরাজ মিশ্র।

TOP RELATED