Last Update
কে হতে পারেন প্রধানমন্ত্রী মোদীর উত্তরসূরি?
২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদি। প্রশ্নাতীত ভাবেই এই মুহূর্তে বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতাও তিনি। কিন্তু মোদির বয়স এখন ৭৩। বিজেপিতে অঘোষিত রীতি, ৭৫ বছর বয়সের পর নেতাদের মার্গদর্শকমণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়। সেই হিসাব অনুযায়ী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে মেয়াদ শেষ হওয়ার আগেই 'অবসর' নেওয়ার কথা নরেন্দ্র মোদির।
যদিও তেমন কিছু যে হবে না, সেটা আগেই স্পষ্ট করা হয়েছে বিজেপির তরফে।
তবে প্রধানমন্ত্রীর উত্তরসূরি খোঁজা যে জরুরি, সেটা বুঝতে পারছেন বিজেপির শীর্ষ নেতারাও।কে হতে পারেন প্রধানমন্ত্রীর উত্তরসূরি ? সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষায় তার আভাস মিলেছে।
ইন্ডিয়া টু-ডে মুড অফ দ্য নেশন সমীক্ষা বলছে, বিজেপির অন্দরে মোদির উত্তরসূরি হিসাবে সবার চেয়ে এগিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে বিজেপি সমর্থকদের মধ্যে ২৫ শতাংশ মানুষ মনে করছেন মোদির উত্তরসূরি হিসাবে শাহই শ্রেষ্ঠ।
TOP RELATED