Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

অস্কারের দৌড়ে ‘পুতুল’

অস্কারের দৌড়ে ‘পুতুল’

Published on: Published on 2025-01-07 07:28 PM

Share on:

 এক রাস্তা বন্ধ হলে, আরেক রাস্তা ঠিক খুলে যায়। অস্কারে ‘ইতি মা’ গানের সফর শেষ হয়েছে। তবে নতুন করে আশার আলো দেখাল ‘পুতুল’ সিনেমা। সেরা ছবির বিভাগে নির্বাচিত ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি। এই প্রথম কোনও বাংলা সিনেমার এই ক্যাটাগোরিতে সিলেকশন! আবেগের জোয়ারে ভাসলেন পরিচালক।অস্কার কমিটির থেকে ই-মেল পেয়েই ইন্দিরার দিন শুরু হয়। পরিচালকের কথায়, “আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। অ্যাকাডেমি ওয়েব সাইটে এখন সেটা বেরিয়ে গিয়েছে এটা সবথেকে বড় ভ্যালিডেশন। আমি খুব খুশি, খুব ভুল যদি না করি প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেকশন পেল। যেটা ওয়েব সাইটেও আছে। আর একটা ক্যাটাগোরি পেল। বাংলা, দেশ ও সারা বিশ্বের মিডিয়ার কাছে আর অবশ্যই আমার টিমের কাছে কৃতজ্ঞ।”অত্যন্ত পরিশ্রম করে মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে ‘পুতুল’ সিনেমা তৈরি করেছেন ইন্দিরা। নবাগত পরিচালকের ছবিতে সুর সাজিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়। সম্পাদনা অর্ঘ্যকমল মিত্র। নিজের সংগ্রামের কথা জানিয়ে পরিচালক বললেন, “খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছি। প্রযোজনা, পরিচালনা করেছি। কোনও বড় প্রযোজকের সাহায্য ছিল না। আমি খুব খুশি যে অস্কার কমিটি মেম্বার্সদের আমার কাজ ভালো লেগেছে। এই যে বাংলা ছবিকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পেরেছি, তাও আবার একজন নবাগত পরিচালক হিসেবে, এটা আমার কাছে একটা বড় ব্যাপার।”সারা বিশ্বের সেরা দুশো সিনেমার মধ্যে ‘পুতুল’। এটাই তো পাওনা। ইন্দিরা বললেন, “দেশে-বাইরে অনেক ছবি রিলিজ হয়, আমার এটাই পাওনা যে ছবিটা একটা সুন্দর জায়গা পেল। তার স্বীকৃতি পেল। আর অস্কার এপিটোম অফ ফিল্মস। এমন জায়গা থেকে ছবি একটা মার্জিত সম্মান পেল। প্রিমিয়ারেও ছবিটা দেখে সবাই বলেছিল এটা পাওয়া উচিত। আমি খুব খুশি যে এটা পেল।”

TOP RELATED