Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

রচনার সঙ্গে সেলফিতে মজে রাহুল

রচনার সঙ্গে সেলফিতে মজে রাহুল

Published on: Published on 2024-06-28 08:36 AM

Share on:

চব্বিশের লোকসভা ভোটে হুগলি থেকে জিতে মঙ্গলবার লোকসভায় সাংসদ হিসেবে শপথ নিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনেও যোগ দিয়েছেন। আর সেখানেই বোঝা গেল, রচনা এখানেও সেলিব্রিটি! খোদ রাহুল গান্ধী তাঁর সঙ্গে আলাপ জমিয়ে সেলফি তুললেন। তা আবার নিজের সোশাল মিডিয়ার স্টোরিতে শেয়ার করেছেন রচনা। তাতে দেখা যাচ্ছে, লোকসভা কক্ষকে পিছনে রেখে হাসিমুখে সেলফি তুলেছেন রাহুল-রচনা। লোকসভার বিরোধী দলনেতার সহজ-সরল আচরণে বেশ খুশি রচনা।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর কথায় এবারই প্রথম রাজনীতিতে নাম লিখিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর প্রায় সঙ্গে সঙ্গে তাঁকে লোকসভা ভোটের ময়দানে নামানো হয়েছে। নিজের জনপ্রিয়তা আর মিষ্টি ব্যবহারে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে ভোটযুদ্ধে জয়ী হয়ে রচনাও বুঝিয়ে দিয়েছেন, তিনি ভরসাযোগ্য। মঙ্গলবার লোকসভায় শপথ নেওয়া বাংলার ৪০ সাংসদের মধ্যে ছিলেন রচনাও। শপথ শেষে তিনি বিশেষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু সংসদে তিনি একেবারে নবীন। হুগলিবাসীর জন্য কাজ করতে চান আন্তরিকভাবে। অথচ তার জন্য সংসদীয় নিয়মকানুনও জানতে হবে। তাই প্রথমবার দিল্লি গিয়ে সেসবের পাঠ নিচ্ছেন হুগলির তারকা তৃণমূল সাংসদ ।
বৃহস্পতিবার সংসদ ভবনে তাঁর সঙ্গে দেখা হল রাহুল গান্ধীর । প্রথম আলাপেই সোনিয়াপুত্রর সারল্য ভালো লেগেছে রচনার। তার পরই দেখা গেল দুজনে এক ফ্রেমে। রচনার সোশাল মিডিয়ার স্টোরিতে সেই ছবি দেখেই বোঝা গেল, একে অপরের বেশ গুণগ্রাহী। রাহুলের সঙ্গে আলাপ ও সেলফি নিয়ে অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তারকা সাংসদের বক্তব্য, তিনি নিজেই নিজের ছবি তুলছিলেন। রাহুলই প্রস্তাব দেন, রচনার ছবি তুলে দেবেন। এর পর অভিনেত্রীর ফোনটি নিয়ে তাঁর ছবি তোলার পাশাপাশি দুজনের সেলফিও তোলেন। এতবারের সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা, সর্বোপরি গান্ধী পরিবারের ছেলের এমন সহজ-সরল আচরণে মুগ্ধ ‘দিদি নং ১’। তবে এই ফটো-সেশনের মাঝে তিনি নিজের কাজ কিন্তু ভুলছেন না। বললেন, ”মন দিয়ে সব শিখে নিচ্ছি। নইলে হুগলিবাসীর জন্য যে কাজ করতে চাই, তা ঠিকমতো করতে পারব না।”

TOP RELATED