Last Update
দোলের দিন বৃষ্টিতে ভিজতে পারে বাংলা
দোল উৎসব মাটি করতে আসবে কালবৈশাখী?৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আকাশ কালো করে যে কোনও মুহূর্তেই আসতে পারে কালবৈশাখী।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সাবধানে থাকুন এই জেলাগুলি দোলের দিন বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। আজ ও কাল দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকলেও, আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৪ ও ২৫ মার্চ বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ মার্চ অর্থাৎ রবিবার, বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়।আগামী দু-তিন দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি বাড়তে পারে। বাড়বে রাতের তাপমাত্রাও।আগামী দু-তিন দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি বাড়তে পারে। বাড়বে রাতের তাপমাত্রাও।
TOP RELATED