Last Update
দিল্লি এইমসে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
হাসপাতালে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পিঠে অসহ্য ব্যথার কারণেই তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকালে। তবে ৭৩ বছরের রাজনাথ আপাতত স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। উদ্বেগের কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রের দাবি।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পিঠের ব্যথায় কাবু ছিলেন রাজনাথ। লোকসভা নির্বাচনের সময় ভোটপ্রচারে অন্ধ্রপ্রদেশে থাকার সময়ও পিঠে যন্ত্রণা শুরু হয়েছিল তাঁর। কিন্তু বুধবার রাতে ব্যথা অত্যন্ত বেড়ে যায়। এই পরিস্থিতিতে এদিন সকালে হাসপাতালে নিয়ে আসা হয় বর্ষীয়ান বিজেপি নেতাকে। নিউরোসার্জারি বিভাগে ভর্তি হন তিনি। তাঁর এমআরআইও হয়েছে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিক থাকলেই শুক্রবারই রাজনাথকে ছেড়ে দেওয়া হতে পারে বলে এইমসের তরফে জানানো হয়েছে।২০১৯ সালে প্রথমবার দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হন রাজনাথ। তার আগে মোদি সরকারের প্রথম পাঁচ বছরে তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাজপেয়ীর আমলেও তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন। দুবছর ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ছিলেন বিজেপির জাতীয় সভাপতিও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেড় লক্ষের কাছাকাছি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়লাভ করেন তিনি। নতুন করে তাঁকেই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। গতকাল, বুধবার ছিল রাজনাথের জন্মদিন। কিন্তু সেদিনই পিঠে অত্যন্ত ব্যথা অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হল ৭৩ বছরের নেতাকে।
TOP RELATED