Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

জন্মের পরই দীপিকার মেয়ের সঙ্গে জড়াল রণবীর কাপুরের নাম

জন্মের পরই দীপিকার মেয়ের সঙ্গে জড়াল রণবীর কাপুরের নাম

Published on: Published on 2024-09-10 12:10 PM

Share on:

এক সময় একে অন্যের প্রেমে হাবুডুবু খেতেন। শোনা যায়, প্রায় বছর এক বছরের সম্পর্ক ছিল দুজনের। তার পরই বিচ্ছেদ। কিছু সময়ের তিক্ততা। আবারও বন্ধুত্ব। বলিউডের অন্যতম সফল অনস্ক্রিন জুটি দীপিকা পাড়ুকোণ ও রণবীর কাপুর। রণবীরের জীবনে সন্তানসুখ আগেই এসেছে। রবিবার মিষ্টি মেয়ের মা হয়েছেন দীপিকা।



এখানেই ট্যুইস্ট! দীপিকার সদ্যোজাতর সঙ্গে জড়িয়ে গেল তাঁর প্রাক্তন রণবীর কাপুরের নাম।




 কীভাবে? জন্মের তারিখের সূত্র ধরে। দীপিকা পাড়ুকোণ ও রণবীর সিংয়ের সন্তানের জন্ম হয়েছে ৮ সেপ্টেম্বর। এই ৮ নম্বর আবার রণবীর কাপুরের অত্যন্ত প্রিয়। অভিনেতা এই নম্বরটিকে ভীষণভাবে শুভ মনে করেন। একাধিকবার সেকথা সংবাদমাধ্যমে জানিয়েছেন। এমনকী, তাঁর কাছে আট নম্বর দেওয়া টুপি ও টি-শার্টও নাকি রয়েছে। আলিয়ার পোশাকেও আট নম্বর দেখা গিয়েছে। আর তাই এই সংখ্যার যোগসূত্র ধরেই দীপিকা মেয়ে ও রণবীর কাপুরের নাম জুড়ে দিয়েছেন নেটিজেনরা।


প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর ও রণবীর সিংয়ের সন্তান। প্রথমে শোনা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর দীপবীরের সন্তানের জন্ম হবে। কিন্তু শনিবার বিকেলে আচমকাই দীপিকাকে নিয়ে হাসপাতালে যান রণবীর সিং। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে ভাইরাল হয় ভিডিও। অনুরাগীদের প্রার্থনা ছিল, গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা। কিন্তু সুখবর পাওয়া গেল রবিবার। জন্মের তারিখ লেখা ছবি পোস্ট করে সুখবর জানান দীপবীর।



অতীতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে রণবীর কাপুর জানিয়েছিলেন, তিনি এই দুজনের ভালোবাসায় মুগ্ধ। এক নয়, দীপিকা ও রণবীর সিং যেন একাধিক সন্তানের সুখ পান সেই কামনাও করেন। এর পরই অভিনেতা বলেন, “আমার আশা, ওদের (দীপবীর) সন্তানের আমার অভিনয় ভালো লাগবে। আমি তাদের সবচেয়ে পছন্দের অভিনেতা হতে চাই।”

TOP RELATED