Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

প্রথমবার অক্ষয়ের মুখোমুখি রণবীর!

প্রথমবার অক্ষয়ের মুখোমুখি রণবীর!

Published on: Published on 2024-07-10 04:40 PM

Share on:

অনেক চেষ্টা করেও 'দ্য ইমমর্টাল অশ্বত্থমা' ছবির কাজ শুরু করতে পারেননি 'উরি' ছবি খ্যাত পরিচালক আদিত্য ধর। শেষমেশ সেই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। বলিপাড়ার গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপলকে সঙ্গে করে জোরকদমে নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।


সূত্রের খবর, থ্রিলারধর্মী এই ছবির নাম 'ধুরন্ধর'। শুধু তাই নয়, এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় এবার নাকি দেখা যাবে অক্ষয় খান্নাকেও।


'ধুরন্ধর'-এর সুবাদেই এই প্রথম একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রণবীর-সঞ্জয়রা। মূলত থ্রিলার হলেও ছবি নাকি ঠাসা থাকবে জমাটি অ্যাকশনে। সূত্রের খবর, নিখিল আদবানি পরিচালিত জনপ্রিয় ছবি 'ডি ডে'-এর সঙ্গে সামান্য মিল রয়েছে এই ছবির মূল গল্পের। শোনা যাচ্ছে, 'ধুরন্ধর'-এ এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। ছবির প্রধান নায়ক হিসাবে তাঁকে পেশ করা হলেও মাধবন, অর্জুনদের চরিত্রও দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, 'ধুরন্ধর'-এ খানিক ধূসর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। তবে রণবীরের সঙ্গে তিনি টক্কর দেবেন নাকি তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সেকথা এখনও জানা যায়নি। তবে এই ছবিতে যে বহুবার সব জমাটি দৃশ্যে একসঙ্গে দেখা যাবে এই দুই বলি-অভিনেতাকে সে কথা জোর দিয়ে জানিয়েছে ওই সূত্র। এই খবর প্রকাশ পাওয়ামাত্রই নড়েচড়ে বসেছে বলিপ্রেমী দর্শক। একে এই প্রথম পর্দায় হাজির হবেন রণবীর-অক্ষয় তার উপর দু'জনেই দক্ষ অভিনেতা। 


এই অ্যাকশন ড্রামায় সইসাবুদ করে পাকাপাকি ভাবে নাম না লেখালেও প্রধান অভিনেতারা নাকি এক বাক্যে রাজি হয়ে গিয়েছেন অভিনয়ের জন্য। 'ধুরন্ধর'-এর পরিচালকের আসনে বসার পাশাপাশি অন্যতম সহ প্রযোজকের দায়িত্ব সামলাবেন আদিত্য। প্রযোজনায় তাঁকে সঙ্গ দেবেন তাঁর ভাই লোকেশ ধর ও ইন্ডাস্ট্রির এক প্রথম সারির প্রযোজনা সংস্থা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষদিকে শুরু হয়ে যাবে 'ধুরন্ধর'-এর শুটিং।

TOP RELATED