Last Update
পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
নাবালিকা গৃহকর্মীকে ধর্ষনের অভিযোগ, আসামে গ্রেফতার পুলিশ আধিকারিক । গৃহকর্মীকে দিনের পর দিন ধর্ষনের অভিযোগ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আসামে গ্রেফতার এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। অভিযুক্ত ডিএসপি কিরণ নাথ বর্তমানে গোলাঘাট জেলার লাচিত বোর ফুকান পুলিশ একাডেমির দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা। শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ ওঠায় রাজ্যজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, ১৫ বছরের নাবালিকাকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে নিজের বাড়িতে আটকে রাখেন অভিযুক্ত পুলিশ আধিকারিক কিরণ নাথ। বাড়ির সবরকম কাজ করানোর পাশাপাশি কিরণ এবং তাঁর পরিবারের সদস্য পান থেকে চুন খসলেই মারধর করতেন নাবালিকাকে। এছাড়াও ডিএসপি তাকে লাগাতার ধর্ষন করেছেন বলেও অভিযোগ। সম্প্রতি কোনওভাবে পুলিশকর্তার বাড়ি থেকে পালাতে সক্ষম হয় নির্যাতিতা। নিজের পরিবারকে সব কথা জানায়। এরপর পরিবারের তরফে দেরগাঁও থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ পায় পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় ডিএসপিকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
TOP RELATED