Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

নিজের অ্যাকাউন্ট দিয়ে এই ১০ কাজ করলে যেতে হবে জেল

নিজের অ্যাকাউন্ট দিয়ে এই ১০ কাজ করলে যেতে হবে জেল

Published on: Published on 2024-08-21 01:17 PM

Share on:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) অর্থাৎ কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশের প্রতিটি নাগরিকদের টাকা পয়সা সুরক্ষিত রাখার বিষয়ে সদা সতর্ক থাকে। এক্ষেত্রে কোথাও কোনরকম অসঙ্গতি ধরা পড়লেই তাদের তরফ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। ঠিক সেই রকমই এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI Alert) সতর্ক করে জানিয়ে দিয়েছে, নিজের অ্যাকাউন্ট দিয়ে ১০টি কাজ করলে জেল যেতে হতে পারে।


বর্তমানে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রতারণার মতো ঘটনা। ঠিক সেই রকমই প্রতারণার ঘটনা হলো মানি ফুয়েল। যারা এই মানি ফুয়েল হিসাবে কাজ করেন তারা অপরাধী হিসেবে গণ্য হয়ে থাকেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে। স্বাভাবিকভাবেই যারা এমন কাজ করে থাকেন তাদের এবার সতর্ক করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সতর্ক করা হয়েছে তাদেরও যারা চিন্তা-ভাবনা ছাড়াই যে কারো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে প্রতারণার শিকার হন।


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মানি ফুয়েল হিসাবে কাজ করা ব্যক্তিদের জেল যেতে হতে পারে। মানি ফুয়েল হলো কোন এক ব্যক্তির অসৎ উপায়ে রোজগার করা টাকা লেনদেন বা স্থানান্তর করতে সাহায্য করে থাকেন। যারা এমন কাজ করে থাকেন তাদের অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না হলে এমন কাজ করা ব্যক্তিকে কিন্তু জেলের ভাত খেতে হতে পারে।


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সংক্রান্ত সর্তকতা প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটি বিজ্ঞাপন শুরু করা হয়েছে। যে বিজ্ঞাপনে সাধারণ নাগরিকদের সতর্ক করার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, নিজেদের অ্যাকাউন্ট যেন অন্যের টাকা লেনদেনের জন্য ব্যবহৃত না হয়। এমন কাজ করা অনুচিত। এছাড়াও কোন ধরনের প্রতারণার মত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ১৯৩০ নম্বরে অথবা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানাতে হবে।


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ১০টি কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। যেমন তহবিলের অপব্যবহার, পাস বইয়ের কারসাজি, সত্য তথ্য গোপন করে প্রতারণা করা, ভুয়ো নথি বা ভুয়ো ইলেকট্রনিক রেকর্ড তৈরি করা, প্রতারণামূলক ঋণ সুবিধা প্রদান করা, বৈদেশিক মুদ্রা সম্পর্কিত জালিয়াতি ইত্যাদি। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, অনেক মানুষ রয়েছেন যারা কিছু না বুঝেই অন্যের থেকে টাকা নিয়ে নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করতে সাহায্য করেন। এই ধরনের ঘটনায় আমাদের রাজ্যে বহু মানুষকেই বিভিন্ন সময় ফাঁসতে দেখা গিয়েছে। সুতরাং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সতর্কবার্তা মনে রেখে নিজেদের কাজ চালিয়ে যেতে হবে।

TOP RELATED